পাতা:শিশু-ভারতী - ষষ্ঠ খণ্ড.djvu/১৫৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শিশু-ভারতী খুব অবাক হইয়া গিয়া বলিয়। উঠিলেন, “এই যে চোরটা আসিয়াছে।" তাছারা মূচ্ছিত অলিভারকে তুলিয়া ঘরে লইযা গেলেন। বাড়ীর সব মেয়ে-পুরুষে খবর পাইয়া তাড়াতাড়ি চোর দেখিতে আসিলেন। কিন্তু কোথায় তাহারা একটা লম্বা চওড়া রুক্ষ চেহারার লোক দেখিবেন, না অলিভার টুইষ্টের সেইরকম কচি ফুলের মত ফুট্‌ফুটে মুখখানি দেখিয়া তাহাবা নির্বাক হইয়া ছেলেটাকে দেখিতে লাগিলেন। মুক্তির আনন্দ যখন অলিভারের জ্ঞান ফিবিযা আসিল, তখন অলিভারেল মুখ-চোখ দেখিয়া সবলের ধারণা হইল যে, ছেলেট নিশ্চয় নিদোষ—কোনও দুষ্ট লোকের পাল্লায় পণ্ডিয়া ঐ বকম কাজ করিতে আসিয়াছিল। আলি ভারেব অবস্থা দেখিয়া T

  • - *RFఔs. -

মেলি-পত্নীর নিকট স্বান্সির ষড়যন্ত্র প্রকাশ সকলের মন করুণায় ভরিয়া গেল । তাহারা উহাকে পুলিশে ধরাইযা না দিয়া খুব যত্ন করিয়া ডাক্তার দেখাইয়া সেবা-শুশ্ৰুষা করাইতে লাগিলেন । সেই বাড়ীখানির মালিক মিসেস মেলি ও র্তাহার এক ভাইঝির স্নেহ ও যত্ন পাইয়া অলিভার শীঘ্রই ভাল হইয়া উঠিল। একটু 3দ্ধ ফ্যাগিনর ভূমিকায় বিশ্ববিখ্যাত অভিনেতা স্তার হাবৰাট বীরবম টি,—ফাগিনের ফঁাসিব কুম হইবার পর যথন লে স্টাসির জঙ্গ জেলে অপেক্ষ। করিতেছিল, তখনকাব দৃপ্ত ভাল হইয়া অলিভাব তাছার জীবনের সব ঘটনা র্তা তাদের কাছে বলিল। তাহারা তাহার সব কথাই বিশ্বাস করিলেন। অলিভার আবার একটা আশ্ৰয পাইল । কিন্তু ফ্যাগিন আর বিল কেমন করিয়া যেন খবৰ পাইল যে, অলিভাব মিসেস মেলির বাউীতে আছে । এই খবর পাইয়া আবার তাহারা ষড়যন্ত্র করিতে লাগিল যে, কি করিয়া অলিভারকে চুরি করিয়া আনা যায়। সেবারে কিন্তু স্তান্সি ইহাতে খুব প্রতিবাদ করিল। কারণ সে অলিভারকে বড় ভালবাসিত । ছান্সি কিন্তু আসলে বেশ ভাল মেয়েই ছিল । কিন্তু কেবল Rs 50