মালে, সেক্সপিয়র ও বেন জনসন তোমরা স ক লে ই আজ আমি তোমাছোট ছোট ছেলেমেয়েদের &4_২৭২৪ পৃষ্ঠার পর দের ইংরাজী সাহিত্যের খেলিতে দেখিয়াছ। তাহ- కపాష్త్ర ఫ్ర নাটক স স্বন্ধে কিছু দের ছোট জীবনের ছোট ঘটনাগুলিই কি এই খেলার ভিতর ফুটিয়া উঠে না ? তাহাদের আশেপাশে যাহা ঘটে, যে সমস্ত ঘটনা তাহাদের ছোট মনটীকে আলোড়িত করে, সেই সমস্তই তাহদের খেলায় স্থান পায়। তাই তাহাদের পুতুলের মানুষের মতই চায়ের মজুলিস্ করে, তাহাদের পুতুলদের আবার বিবাহও হয়। কখনও বা তাহারা পুলিশ হইয়া চোর ধরিতে যায়—তাহারা নিজেরাই হয় নট ও নট। এই নাট্য প্রতিভা মামুযের এমন প্রকৃতিগত যে, ইহার জন্যই সমস্ত পুথিবীকে একটা রঙ্গমঞ্চ মনে করা এবং সমস্ত মানুষকে অভিনেতা বা অভিনেত্রী রূপে কল্পনা করা হইয়াছে। কিন্তু মানুষের এই নাট্য প্রতিভার বিকাশ মোটেই আধুনিক নয়— প্রাগৈতিহাসিক যুগ হইতে মানুষের নাট্য প্রেরণা চলিয়া আসিতে.ছ এবং ছোট ছেলে-মেয়েদের খেলার মধ্যেও বিশেষ করিয়া সেই সত্য রূপ লইয়াছে। বলিব । তোমরা সকলেই জান গীতিকাব্য ballad ) ক বি তার আদিরূপ এবং পুরাকালে চারণগণ তাহা একস্থান হইতে অন্তস্থানে গাঠিয়া বেড়াইত। অলৌকিক লীলাবিষয়ক নাটক ( Miracle play ) ইংরাজী নাটকের আদিরূপ। ম্যাথু oiTf4 H ( Mathew Paris ) zijną gąGH লেখক বলেন যে, ডান্ষ্টেবল (Dunstable) -lost of: ‘St. Katherine' of R অলৌকিক লীলা-বিষয়ক নাটক আনুমানিক ১১ • খ্ৰীষ্টাব্দে প্রথম অভিনীত হয়। এই বইখানি ল্যাটিন ভাষায় লিখিত হইয়াছিল। এই সমস্ত নাটক প্রধানত: যিশুখৃষ্ট ও অন্যান্য ঋষিদের জীবন-কাহিনী অবলম্বনেই লিখিত। এই সমস্ত নাটকের সহিত আমাদেব যাত্রার অনেক সাদৃশ্ব আছে। আমাদের যাত্রা যেমন রামায়ণ ও মহাভারতের ঘটনাবলী ও বহু পৌরাণিক কাহিনীৰ নাট্যরূপ ছাড়া শার কিছুই নয়, পৌরাণিক লীলাযিয়ক নাটকেও (Miracle | § Q 磁
পাতা:শিশু-ভারতী - ষষ্ঠ খণ্ড.djvu/১৫৭
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।