পাতা:শিশু-ভারতী - ষষ্ঠ খণ্ড.djvu/১৫৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মালো, সেক্সপিয়র ও বেন জনসন - play ) তেমনি খৃষ্টান ঋষিদের জীবনকাহিনী ও তাঁহাদের অলৌকিক কাৰ্য্যাবলীর কথা ছাড়া আর কিছুই নাই এবং রহস্তাত্মক atüzoso (mystery play) food জীবন-কাহিনী অবলম্বনে লিখিত । গোড়ায় পুরোহিতগণ এই সমস্ত নাটকে অভিনয় করিতেন এবং গির্জা ও তৎসংলগ্ন স্থানই ছিল তাহীদের নাট্যশালা । কিন্তু কিছুদিন পরে অন্তান্ত ব্যবসায়-কেন্দ্র হইতেও অভিনেতা বাছিয়া লওয়া হইতে লাগিল। তখন তইতে হাস্যরসাত্মক উপাদানও মিরাক্ল প্লে-তে ( Miracle play ) স্থান পাইতে লাগিল। একটা সাধারণ কাষ্ঠনিৰ্ম্মিত দ্বিতল মঞ্চই ছিল সে যুগের রঙ্গমঞ্চ । ইহার নীচে চাকা থাকিত এবং ইহাকে যথেচ্ছ একস্থান হইতে স্থানান্তরে টানিয়া লণ্ডয়া হইত। ইহার দ্বিতলে ছিল যথার্থ রঙ্গমঞ্চ এবং একতলায় ছিল অভিনেতাদের সাজ-ঘর । নীচের তলার প্রবেশ দ্বারকে নরকের দ্বার বলিয়া মনে করা হইত এবং লাল রঙে রঞ্জিত ছুইটি ড্রাগনের চোয়াল ইহার দুইপাশে রক্ষিত হইত। এই চোয়াল হইতে ধূম ও অগ্নিশিখা নির্গত হইত এবং ইহার মধ্য হইতে মাঝে মাঝে ভীষণ চীৎকাব শোনা যাক্টত ! লাল পোষাক পরিহিত শয়তানগণ ইহা হইতে বাহির হইয়া আসিয়া পুরোহিত ও মানুযদের পাপের পথে টানিয়া লইয়া যাইত। এই হুইল ইংরাজী নাটকের আদিযুগ । এইবার আমরা ইংরাজী নাটকের দ্বিতীয় যুগে আসিয়া উপস্থিত হইলাম। এই সময় যে নাটকের প্রচলন আরম্ভ হইল, তাহার নাম নৈতিক নাটক (Morality play) i sè ring afst** নায়ক-নায়িকা এবং অন্তান্ত চরিত্র মরজগতের সাধারণ মানুষ নয়—তাহারা পাপ ও পুণ্যের বিভিন্ন প্রতীক বা রূপ ছাড়া আর কিছুই নহে। ইহার মধ্যে পাপের চরিত্রই ছিল সবচেয়ে উপভোগ্য । পাপ আসিয়া শয়তানগণকে ভীষণ ভাবে প্রহার কবিত এবং নিজে মুখের মত আচরণ করিত। ইহা দেখিয়া দর্শকগণ অত্যন্ত আমোদ উপভোগ করিতেন । ষোড়শ শতাব্দীর প্রথমভাগে সৰ্ব্বপ্রথম রাজসভায় অভিনয় করিবার উপযোগী নাটক ( court play ) অভিনীত হইতে লাগিল। অভিজাত-বংশের লোকেরা এইরূপ নাটককে সাদরে ববণ করিয়া লক্টলেন । ইহাদের মধ্যে উইলিয়াম

  • fix (William Cornish) s ga & &ga (John Hey Wood) as: fotosh ভাবে উল্লেখযোগ্য। উৎসবাদির আনন্দ বদ্ধনের জন্য মাঝখানে একটী ছোট নাটকের অভিনয় করা সে যুগে খুবই জনপ্রিয় হইয়া উঠিয়াছিল ।

যোড়শ শতাব্দীৰ মধ্যভাগে ‘রালফ Hșžtą grįžta’ ( Ralph Royster Doyster ) নামক নাটক লিখিত হয়। প্রাচীন শ্রেষ্ঠ &z=-|zz ( classics ) প্রভাব ইহার মধ্যে বিশেষ ভাবে পরিলক্ষিত হয় । ইহাকে একটা হাস্যরসাত্মক ঘটনাবহুল ও মিলনান্ত নাটক বলা যাইতে পারে। গ্যামার গার্টনের নীড ল' নাটকট (Gamnur Gurton's Needle) ‘also রয়ষ্টার ডয়ষ্টারে'র সমসাময়িক হইলেও ইহার মধ্যে প্রাচীন শ্রেষ্ঠ গ্রন্থসমূহের প্রভাব বড় একটা দৃষ্ট হয় না। সমাজের সকলের নীচে যাহাদের স্থান, সেই মজুরদের জীবনযাত্রার কাহিনীই ছিল এই নাটকের বিষয়বস্তু, সুতরাং তাহাদের অমাজ্জিত ভাষা ও স্থল রসিকতাই ছিল ইহার বিশেষত্ব। এই গেল মিলনান্ত নাটকের কথা। ইংরেজী সাহিত্যের সর্ব ססצ3