পাতা:শিশু-ভারতী - ষষ্ঠ খণ্ড.djvu/১৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

*डयाcढना"cब्वs पटन्छञ* =बडित ८०कञ्प ? রেখা চিহ্নিত ঢেউ বাহির হইতেছে। হ্রদের মধ্যে প ফ ভ এই রেখাটির উপর তরঙ্গ দুইটা মিলিত হইয়া কি আচরণ করিবে তাছাই দেখা যাক। প স্থানটি ক এবং খ [ তরঙ্গ একত্রিত হইলে কি ভাবে তাহারা পরম্পরকে গোপন কলিয় ফেলে তাহা এই ছবিটিতে খুব স্পষ্ট কলিয়া বুঝিতে পারা যাইবে। একটি পাত্রে খানিকটা পারদ রাখিয়া সেই পারদকে দুই ভাগেভাগ করিয়া একটি অন্তরাল রাখা হইয়াছে। এই অন্তলালের মধ্যে দুইটি ছোট ছিদ্র করা হইয়াছে। এই বিভাজিত পারদের একদিকে তরঙ্গ তুলিলে সেই তবঙ্গ অন্তলালটিল ছিদ্র দিয়া অন্যদিকে প্রসারিত হয়। ছিদ্র দুইটি ভেদ করিয়া আগত তরঙ্গ দুইটি পরম্পরের সঙ্গে একত্রিত হইয়। পারদের স্থানে স্থানে যুক্ত তরঙ্গ স্বষ্টি করে এবং স্থানে স্থানে তাহাকে একেবারে স্থির করিয়া রাখে। এই ব্যাপারটিই ছবিতে দেখান হইয়াছে। ছবিটির উপরিভাগে সাদা রেখাবৃত স্থানগুলিতে যদিও তরঙ্গ বর্তমান তথাপি সেখানকার পারদ স্থিলভাবেই রহিয়াছে। ] হইতে সমদূরে অাছে। এইখানে তরঙ্গ দুষ্টটি একই মুখে সম্মিলিত হইয়া একটি বৃহত্তর তরঙ্গের স্বঃি কfরবে। অন্য একটি স্থান ফ—এখানে আমরা দেখিতেছি যে তরঙ্গদুইটি বিপরীত মুখে মিলিতেছে। অতএব তাহারা পরস্পরকে বিনাশ করিয়া ফেলিবে স্বতরাং সেখানকার জল স্থিরভাবেই রহিবে। মাপিলে দেখিতে পাইবে যে খ হইতে ফ५ीब मूबर क इहेरउ ग-4द्र नूद्रtरुद्ध ठेिक অৰ্দ্ধ তরঙ্গান্তর কম। ভ-তে আবার সুন্ট তরঙ্গই একই মুখে সম্মিলিত হইতেছে। এখানে আবার হ্রদের জল দুইটি তরঙ্গের সম্মিলনে দুইগুণ উচু হইয়া এবং চারগুণ জোরে আলোড়িত হইতে থাকিৰে । সৰ চিত্র—১• মিলাইয়া সমস্ত হ্রদের জলটা ব্যাপিয়৷ কতকগুলি রেখায় জলট একটুও নড়িৰে না এবং সেই রেখাগুলির মাঝে মাঝে যে জল থাকিবে তাহ। চারগুণ শক্তিতে জালোড়িত হইতে থাকিবে। (চিত্র—১•) ছবিতে ইহা দেখিতে পাইবে । জলের উপর দুইট তরঙ্গ সম্মিলিত হইলে যে চমৎকার ব্যাপারটি সংঘটিভ হইতে দেখিতে পাওয়া যায়, যেখানে cयङ्ग* ठब्रन्नई श्छेक ना ८कन e३ छाcव २००१