পাতা:শিশু-ভারতী - ষষ্ঠ খণ্ড.djvu/১৬৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মালোঁ, সেক্সপিয়র ও বেন, জনসন নহেন, সে কথা তিনি পোরসিয়াকে খুলিয়া বলিয়াছিলেন। সত্য কথা বলার জন্ত পোরসিয়া খুশীই হইয়াছেন। পোরসিয়ার যাহা কিছু আছে সবই তো ব্যাসানিওর—তাহার ঘর বাড়ী, দাস-দাসী, বিষয়-সম্পত্তি, এমন কি তিনি নিজে পৰ্য্যন্ত ব্যাসানিওর—অর্থের অভাব কি ? ব্যাসানিওর বন্ধু ও সহকারী গ্রাসিয়ানোও ( Gratiano) তাহার সঙ্গে বেলমণ্ট গিয়াছিলেন এবং পোবসিয়ার

  • . . . to -

- - , or -- క్షీణి হারবার্ট গৃহ-প্লাটুফোর্ড-অন-এভন সাহায্যকারিণী ও সখী নেরিসার (Nerissa ) সঙ্গে তাহার বিবাহ ঠিক হইয়া গেল । ব্যাসানিও এবং পোরসিয়া সানন্দে তাহাদের বিবাহে অনুমতি দিলেন। র্তাহারা যখন নিজেদের আনন্দে বিভোর, তখন ব্যাসানিওর কাছে একটী চিঠি আসিল। চিঠি পড়িয়া তাহার মুখ বিবর্ণ হইয়া গেল। নিকটতম আত্মীয়দের মৃত্যু-সংবাদ শুনিলে মানুষের যে অবস্থা হয়, এই চিঠি পড়ার পর তাহার সেই অবস্থাই হইল। এই চিঠি অ্যাণ্টোনিওর। তিনি জানাইয়াছেন যে, তিন মাস উত্তীর্ণ হইয়া যাওয়ায় তাহার অঙ্গীকার-পত্রের মেয়াদ ফুরাইয়াছে, এদিকে তাহার জাহাজ ফিরে নাই । সাইলক তাহাকে ছাড়িবে না, সুতরাং তাতার মৃত্যু সুনিশ্চিত । ব্যাসানিও যদি পারেন তবে যেন মৃত্যুর পূৰ্ব্বে তাহার সঙ্গে একবার দেখা করেন । টাকা ধার করার কথা, অ্যাণ্টোনিওর এক পাউণ্ড মাংস দেওয়ার কথা ব্যাসানিও পোরসিয়াকে সব খুলিয়া বলিলেন। সব শুনিয়া পোরসিয়া অ্যাণ্টোনিওর মত অকৃত্রিম বন্ধুর প্রাণ বাচাইবার জন্য তাহাকে সমস্ত কাজ ফেলিয়া ভেনিসে যাইতে অনুরোধ করিলেন। দশগুণ, বিশগুণ অর্থও যদি দিতে হয়, তাহ দিয়াও যেন ব্যাসানিও অ্যাণ্টোনিওকে উদ্ধার করিয়া বেলমণ্টে লইয়া আসেন। কিন্তু যাইবার আগে তাহাদের বিবাহ হওয়া উচিত, কারণ তাহা না হইলে ব্যাসানিও আইনতঃ পোরসিয়ার অর্থের অধিকারী হইবেন না। সেইদিনই ব্যাসানিওর সঙ্গে পোরসিয়ার ও গ্রাসিয়ানোর সঙ্গে নেরিসার বিবাহ হইয়া গেল এবং বিবাহ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই ব্যাসানিও এবং গ্রাসিয়ানো ভেনিস অভিমুখে যাত্রা করিলেন। পোরসিয়া তাহার স্বামীকে পাঠাইয়া দিলেও নিজে নিশ্চেষ্ট হইয়া বসিয়া রহিলেন না। অ্যাণ্টোনিওকে উদ্ধার করিবার এক প্রবল আকাজক্ষা তাহাকে পাইয়া বসিল । বেলারিও ( Bellario ) নামে র্তাহার একজন আইন ব্যবসায়ী আত্মীয় ছিলেন। তিনি র্তাহার নিকট ঘটনার সমস্ত বিবরণ লিখিয়া ఇSలిన