পাতা:শিশু-ভারতী - ষষ্ঠ খণ্ড.djvu/১৬৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মালোঁ, সেক্সপিয়র ও বেন জনসন লেন না, বরং খুশীই হইলেন যে, তাহার স্বামী তাহার বন্ধুকে এমন ভালবাসেন ! কিন্তু রহস্য করিবার এই সুযোগ তিনি ছাড়িলেন না। পোরসিয়া উত্তর করিলেন, “রক্ষা–তোমার স্ত্রী এখানে নাই, তিনি এই কথা শুনিলে নিশ্চয়ই খুব খুশী হইতেন না।” সাইলক আর অপেক্ষা করিতে পারিতেছিল না। মাংস কাটার দরুণ রক্তস্রাবে অ্যাণ্টোনিওর মৃত্যু হইতে পারে, সেজন্য সম্পত্তি সমস্ত রাজ-সরকারে বাজেয়াপ্ত হইয়া যাইবে । তাহা ছাড়া তোমাকে ঠিক এক পাউণ্ড মাংস কাটিতে হইবে, এক চুল বেশি বা কম মা হয়।" কি সৰ্ব্বনাশ ! বিনা রক্তপাতে মাংস কাটা সম্পূর্ণ অসম্ভব, সুতরাং সাইলক তাহার টাকা চাহিল। ব্যাসানিও অমনি টাকা দিতে গেলেন কিন্তু পোরসিয়া তাহাকে নিষেধ করিলেন। তিনি বলিলেন, “সাইলক, তুমি "T-E* or 2. - ----- م. ۶." - r. . பி. T - *** o - -* . kit| } 2a =. فيL- -- o * * : یوه . متعبدي ميو. !o or "**A* - F o ... o. | فيه -- | ষ্ট্র্যাটু ফোর্ডের রঙ্গালয় ( এইখানে সেক্সপিয়রের নাটক অভিনীত হইত ) ইহা ১৯২৩ খৃষ্টাব্দের ৬ই মার্চ অগ্নি লাগিয়া ভক্ষ্মীভূত হয় একজন ডাক্তার উপস্থিত থাকা প্রয়োজন। কিন্তু অঙ্গীকার-পত্রে সর্ত ছিল না বলিয়া সাইলক তাহাতে রাজী হইল না এবং অ্যাণ্টোনিওকে প্রস্তুত হইতে বলিল। তখন পৌরসিয়া বলিলেন, " য়িহুদী বণিক, ক্ষান্ত হও অঙ্গীকার-পত্রে শুধু মাসের কথাই আছে, রক্তের কথা নাই, সুতরাং তুমি শুধু মাংস পাইবে, রক্ত পাইবে না। একবিন্দু রক্তপাত হইলে তোমার বিষয় একজন খৃষ্টান নাগরিককে হত্যা করিবার ষড়যন্ত্র করিয়াছ। তোমার শাস্তি প্রাণদণ্ড । তুমি নত জানু হইয়া ডিউকের নিকট ক্ষমা প্রার্থনা কর।” ডিউক তাহাকে ক্ষমা করিলেন, তাহাকে প্রাণদণ্ডে দণ্ডিত না করিলেও তিনি তাহার বিষয়ের অৰ্দ্ধেক রাজসরকারে এবং বাকী আদ্ধেক অ্যাণ্টোনিওর বিরুদ্ধে যড়যন্ত্র করার জন্য র্তাহাকে ভাগ করিয়া দিলেন। RSSS