পাতা:শিশু-ভারতী - ষষ্ঠ খণ্ড.djvu/১৮০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

তোমরা অনেকেই ছেলেবেলায় এই সুন্দব ববিতাটিও পড়িয়াছ-‘জলে না নামিলে কেহ শিখে না সাতার। এ কথা অতি সত্য। জলে না মামিলে কি কেহ সাতার শিখিতে পারে ?--তারপর ছোট ছোট থোকাখুকুর হাটবার যখন প্রথম চেষ্টা করে, তখন একবার আছড খায়, আবার উঠে। তেমনি যদি তোমাদের সাতার শিখিতে ইচ্ছা হয়—তবে 'আগে গিয়ে নাব জলে। জলে নামিলে তবে সাতাব শিখিবে। জলে না নামিলে কেহই সাতার শিখিতে পারে না। আমবা ছেলেবেলায় সাতার শিখিরার সময় কত উপায়ে কত তয়ে ভয়ে যে সাতার শিখিয়াছি, সে সব কথা তোমাদের বলিতে গেলে তোমরা না হাসিয়া থাকিতে পরিবে না। তাই আর বলিলাম না। একবার যখন সাতব শিখিলাম, মনে সাহস ও বল আসিল, তখন পুকুর ছাড়িয়া ক্রমে দুই-একটি ছোটখাট নদী সাতরাইয়া পার হইতেও কোন ভয় হইত না। তখন নদীর ঢেউয়ের তালে তালে মনের আনন্দে সাতরাইতাম। নদীর ও পড়ে সাতরাইয়া যাইয়া সেখানকার মাঠে ও গ্রামে বেড়াইয়া আসিতাম। এমন কি পুরী যাইয়া সমুদ্রের মধ্যেও তাল গাছের মত উচু ঢেউয়ের মাথায় মাথায় সঁত্রাইতে সাতরাইতে অনেক দূর চলিয়া গিয়াছি এবং এইরূপ ভাবে সাতার দিতে কত আনন্দ পাইয়াছি। সাতার শিখা সকলের পক্ষেই ভাল। যাহারা সাতাব জানে না, তাহার অনেক সময় জলে ডুবিয়া মারা যায। ভূমি যদি ভাল সাতার জান, তাছা হইলে যাহারা সাতার জানে না, এমন অনেক লোককে বিপদের হাত চাইতে উদ্ধার করিতে পার। এমন গল্প সংবাদ-পত্রেও বোধ হয় অনেকে পড়িয়া থাকিবে। সেদিন আমরা "আনন্দবাজার পত্রিকায় এই সংবাদটি পডিয়াছি—

        • नाप्लद्र ७•:* खून ठाब्रि.५ ष:नाश्न छलाग्न চষ্ট্ৰীধরপুর গ্রামে নব গঙ্গা নদীতে একখান নৌকা প্রচও বাতাগে श्JI९ छै६5ा३ग्रा "प्ल, ठ५न बैभान ५ीद्रव्रश्नन 5:ोगाषा|ग्न নামক জনৈক দারোগার পুত্র নদীতে স্নান করিতেছিল, সে সাতৰাইয়ানেীকার নিকট গিয়া দুইটি বালিককে রক্ষা করে। ५ौtद्र ब्र रायन cदाल द९गब्र । ‘ब्रtग्नल श्8ि:मन cनाना३ौ' टशद्र रौद्रtद्ब्र अछ ठtश्॥८क प्रक५ानि ***नt*ण प्रिाग् इमं ।

দেখিলে তো সাতার জানিলে কিরূপে জলমগ্ন বিপন্নদিগকে উদ্ধাব করিয়া আননা লাভ করিতে পারা যাধ ! শরীর-চর্চা সুমন্ধে আধুনিক বিজ্ঞানসম্মত যে সকল ব্যায়াম আছে, সঙ্করণ হইতেছে তাহার মধ্যে সর্বাপেক্ষা স্বাস্থ্যপ্রদ ও আনন্দদায়ক। এতদিন লোকে মনে করিত যে, পেশীব পুষ্টি সাধন হইতেছে