를 号 কুষাণ সমাট প্রথম বামুদেবের পর চাইতেই কুষাণ সাম্রাজ্যের অধঃপতনের স্বত্রপাত হইয়াছিল। কুষাণ সামাজ্য বহু ক্ষুদ্র ক্ষুদ্র থওরাজ্যে বিভক্ত হইযাছিল। তৃতীয় বাহুদেবের মৃত্যুর পর কনিষ্কের বংশের অধিকার হয় লোপ পাইয়াছিল অথবা অতি ক্ষুদ্র ভূখণ্ডে সীমাবদ্ধ হইধাছিল। খৃষ্টীয় চতুর্থ শতাব্দীতে ‘কিদার কুষাণ’ নামক একটি রাজবংশ আফগানিস্থানে একটি রাজ্য স্থাপন করিষাছিল। ইহাদের মুদ্রা কুষাণ রাজগণের মুদ্রার অনুকরণে भूजिठ। কুষাণ সমাজ্যের পতনেব কাবণ আমরা ঠিক অবগত নহি । সচরাচর দেখা যায় কোনও মহান সাম্রাজ্য উন্নতির চরম সীমায় আরোহণ করিবার পর পতনোন্মুখ হইয়া থাকে। মনে হয় যেন একটি অন্তর্নিহিত ধ্বংস শক্তি ক্রিয়াশীল হইবা সাম্রাজ্যটিকে দুৰ্ব্বল করিয়া ফেলে। সেই সময় বহিঃশক্তির আক্রমণ সাম্রাজ্যটিকে ধ্বংসের পথে ঠেলিয়া দেয় ও অচিরাৎ নষ্ট করিয়া ফেলে। কুষাণ সাম্রাজ্যও যখন স্বাভাবিক কারণ বশত: দুৰ্ব্বল হইয় পডিয়াছিল, সেই সময় মাগবংশের রাজগণের আক্রমণে তাহ ধ্বংসমুখে পতিত হইয়াছিল। কুষাণ বংশের পতন ও গুপ্ত বংশের অভু্যদয়ের মধ্যবর্তী কালের ইতিহাস সম্বন্ধে এতদিন প্রায় কিছুই জানা ছিল না কিন্তু ঐতিহাসিক অস্থসন্ধানের ফলে এই তিমিরাচ্ছন্ন যুগের বিষয় এখন কিছু কিছু জানা গিয়াছে। এই সময় উত্তর ও মধ্যভারতের অনেক অংশে নাগবংশের রাজাদের অধিকার স্থাপিত হইয়াছিল, কতকগুলি প্রাচীন লিপিতে ভারশিব নামক একটি রাজবংশের উল্লেখ পাওযা যায়। ভারশিব বংশের রাজগণ নগবংশীয ছিলেন। এই বংশে ভবনাগ নামক একজন প্রবল পরাক্রান্ত সম্রাটু জন্সিয়াছিলেন। একটি তাম্রলিপি হইতে জানা যায় যে, ভারশিবেবী একাদিক্রমে দশটি অশ্বমেধ যজ্ঞ কবিয়াছিলেন ও পুণ্যতোয় ভাগীরথীর অমল জল সিঞ্চন দ্বারা তাহাবা মূৰ্দ্ধাভিষিক্ত হইয়াছিলেন অর্থাৎ তাহদের মস্তকে গঙ্গাজল ছিটাইয়া দিয়া তাছাদের বাজ্যভিষেক হইয়াছিল। শুঙ্গের মাত্র দুইটি অশ্বমেধ যজ্ঞ করিয়া চক্রবর্তী রাজাদের মধ্যে পরিগণিত হইতেন। ভারশিবেরা দশটি অশ্বমেধ যজ্ঞ করিয়াছিলেন। অতএব বুঝিতে পারিতেছ, তাছাদের রাজশক্তি কত প্রবল ছিল। ভারশিব বংশীয় রাজাদের রাজধানী কান্তিপুর নামক স্থানে ছিল, তাহাও নাগবংশীয় রাজাদের অধিকার পদ্মাবর্তী (আধুনিক সিদিক রাজ্যের পদম পবারা গ্রাম), বিদিশা (আধুনিক ভিল্লা) ও মথুরাতে সুপ্রতিষ্ঠিত হইয়াছিল। হয়ত মথুবা ও পদ্মাবতীর নাগরাজগণ ভারশিব সম্রাটদের সামস্ত ছিলেন। দীর্ঘকাল বিদেশী রাজাদের অধীনে থাকিয়া আৰ্য্য-লভ্যতা ও
পাতা:শিশু-ভারতী - ষষ্ঠ খণ্ড.djvu/১৮৩
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।