পাতা:শিশু-ভারতী - ষষ্ঠ খণ্ড.djvu/২২৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

----- - “िणश्व-स्नान्झण्डौ •• সমুদ্রগুপ্তের সমসাময়িক সিংeলবাজের নাম মেঘবৰ্ণ । ইনি একজন বিখাত রাজা ছিলেন ও ৩৬ - খ্ৰীষ্টাব্দের কাছাকাছি সমুদ্র গুপ্তের নিক3 একজন রাজদূত পঠাইয়াছিলেন । যুদ্ধগয়ায় বোধি ক্রমের নিকট পিংeল ইষ্টতে আগত যাত্রীদের জন্তু তিনি একটি মঠ নিৰ্ম্মাণ করিতে চাহিয়াছিলেন এবং ইহাবই জন্য অমুমতি প্রার্থনা করিতে তিমি সমুদ্রগুপ্তের বাজদরবারে দূত পাঠাইয়াছিলেন। মহেন্দ্রপরাক্রম বিজয়ী বীর সমুদ্রগুপ্ত স্বীয় দ্বিগ্বিজয়ের দ্বারা এক বিশাল সামজ্যের অধিপতি হইলেন । এই সামাঙ্গা পূৰ্ব্বে ব্ৰহ্মপুত্র নদ হটতে পশ্চিমে যমুনা ও চম্বল নদী পর্যান্ত ও উত্তবে হিমাচলের উপত্যক হইতে দক্ষিণে নম্মদী পৰ্য্যন্ত পিস্থত ছিল। দক্ষিণাপথের অনেক রাজা তাহার শবণাগত হইয়াছিলেন ও বিদেশী কুষাণ, শক ও সিংহলের রাজারা তা হার আজ্ঞা শিরধাৰ্য্য কবিতেন। ঐতিহাসিকেরা তাহাব তুলনা নেপোলিয়ানের সহিত করিম থাকেন। দিগ্বিজয়ের পর রাজচক্ৰবৰ্ত্তী সমুদ্রগুপ্ত অশ্বমেধ যজ্ঞ উদযাপন করেন। এই উপলক্ষে তিনি ব্ৰাহ্মণদিগকে বহুলক্ষ স্বর্ণমুদ্রা, অলঙ্কার ও গোভূমিগ্রামপি প্রদান করিয়াছিলেন । রাহ্মণদিগকে fদবার জন্য তিনি যে পিশেষ প্রকারেব স্বর্ণমুদ। অশ্বমূৰ্ত্তি খোদিত সমুদ্রগুপ্তের মুদ্রা প্রস্তুত করাইয়াছিলেন, তাহার অনেকগুলি পাওয়া গিয়াছে। ঐ মুদ্ৰাৰ উপরিভাগে অশ্বের প্রতিমূৰ্ত্তি অঙ্কিত আছে। সমুদ্রগুপ কেবল দিগ্বিজয়ী নৃপতি ছিলেন না। পরস্তু তিনি কৰি, দার্শনিক, রাজনীতিজ্ঞ—একাধারে সকলই ছিলেন। সঙ্গীত-কথায় তিনি মাবদ ও তুম্বককেও লক্তি • কবিতেন, একথা প্রশস্তিকার হরিষেণ স্বয়ং বলিয়াছেন। তাছার সঙ্গীত-প্রিয়তার প্রকৃষ্ট প্রমাণ কতকগুলি বীণাঙ্কিত মুদ্র। এই সকল

  • *.

..; متنب-A-*" বীণাবাদনবত সমুদ গুপ্তের মুদ্রা মুদ্ৰাধ মছাবাজাধিরাজ সমুদ্রগুপ্ত লেখা আছে ও বীণাবাদনরত রাজমৃষ্টি অঙ্কিত আছে । সমুদ গুপ্ত সাহিত্তোব অনুরাগী ও সাহিত্যিকের পৃষ্ঠপোষক ছিলেন। হরিষেণ লিখিলাছেন যে, তিনি কাবা ও লক্ষ্মীর বিরোধ মিটাচয়া দিয়াছিলেন। তিনি অতিশয় কাবারসিক ছিলেন ও স্বঘং উচ্চশ্রেণীর কাৰ্যরচনায় অশেষ দক্ষতা প্রদর্শন কবিয়াছিলেন। তিনি স্বধৰ্ম্মানুরাগী ছিলেন ও বেদমাগের অনুগামী ছিলেন, তিনি অতিশয় দয়াল ছিলেন, পরাজিত শাদের সহিত তিনি অতিশয় উদার ব্যবহাৰ করিতেন। তিনি দবিদনাৰায়ণের সেবা কপিতেন। ফলতঃ তিনি আদর্শ রাজা ছিলেন । সমুদ্রগুপ্ত সিংহলের বাজা মেদবণের সমসাময়িক ছিলেন। মেঘবর্ণেল রাজাকাল ৩৫১ খ্ৰীষ্টাব্দ ইহঁতে ৩৭৫ খ্ৰীষ্টান্ধ পর্যান্ত । তাছার উত্তরাধিকারী চন্দ্রগুপ্ত দ্বিতীয়ের প্রাচীনতম লিপি ৩৮• খ্ৰীষ্টাব্দে উৎকীর্ণ ২ইয়াছিল, অর্থাৎ উক্ত বৎসরে চন্দ্রগুপ্ত দ্বিতীয় সিংহাসনারূঢ় ছিলেন। আমরা সমুদ্রগুপ্তের রাজ্যকাল ৩৩৫ খ্ৰীষ্টাব্দ श्डेtङ ৩৭৫ খ্ৰীষ্টাব্দ পর্যাপ্ত ধরিতে পারি। Հ ծԵ Ց --