পাতা:শিশু-ভারতী - ষষ্ঠ খণ্ড.djvu/২৬৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

- f_ளு-கrஒஆ) ७हे खेच्छण वरfआङ्गहे शहेका छ्द्र इहेt* कौ**उत्रानि মুগ্ধ হইয়। নিকটে ছুটিয়া আসে। কাছে আসিলে দেখিতে পায় যে, ঢাক্নির নীচে খোলা মুখের চারিদিকে মধু সঞ্চিত রকিয়াছে। কীটপতঙ্গাদি তখন কলসী গাছ মই আনন্দে সেই মধু খাইতে থাকে যত খায় ততই মিষ্টি এবং পোকাগুলি তখন লোভে পড়িয়া একেবারে ভিতরে নামিয়া আসে । আমনি দেখিতে দেখিতে উপরের চাক্‌নিটি পড়িয়া যায় ও মাছের ল্যাজের মত সেই অদ্ভুত জিনিসটা শিকারের বাহিরে আসিবার পথ রুদ্ধ করিয়া দেয়। হতভাগা শিকার তখন বাকিব হইবাব জন্ত আগ্রাণ চেষ্টা করিতে থাকে কিন্তু তাহার সব চেষ্টাই বার্থ হয় । ঢাকৃনিটি স্বচ্ছ কওয়ার দরুণ উহা দিয়া থলির ভিতর যে আলো প্রবেশ করে, সে মনে করে যে, উছাহ বাহির হইবার পথ। কাজেই বেচারী শিকার যতই সেই জায়গা দিয়া ৰাছির হইবার জন্ত চেষ্টা করে, ততই ঘুরির। জাবার নীচে পড়িয়া যায়। এইরূপ অনবরত চেষ্টার ফলে সে ক্লান্ত হইয়া থলির তলায় সঞ্চিত জলের মধ্যে পড়িয়া প্রাণ হারায় । শিকারী গাছ --- ૨૨૨ જ ठथन भश थांनrमा मृठ cभारुitिरु थाहेब्रा भूषा নিবৃত্তি করে ও পরক্ষণেই আবার নূতন শিকার ধরিবার জন্ত উহার ঢাকৃনিটি খুলিয়া যায়। ডারিংটোনিয়া গাছ কেবলমাত্র পক্ষ-বিশিষ্ট পতঙ্গ যেমন মাছি ইত্যাদি ছোট ছোট প্রাণী শিকার কবে । কিন্তু আর এক রকম শিকারী গাছ আছে, তাহাঁর পিপড়ে প্রভূতি পক্ষ বিহীন প্রাণীবে ও ধরিয়৷ থাইতে কসুর করে না। এই গাছের ইংরাজী ato Saracenia i Trumpet Plant. এই গাছের ফাদ পাতিবার ভঙ্গীও ཨ་ཤྲ་ཧྲ་རྩི།། ডাf ‘টোনিবা গাছের ন্যায়, তবে ইহার থলিটির বাহিরের অংশেও মধু মাখানে থাকে । পিপড়ে প্রভৃতি কীটপতঙ্গ সেই মধু খাইবার লোভে থলি বাহিয়া যেমন একেবাবে উপরে উঠিয় আসে, অমনি প। পিছলাইদা থলিব ভিতর পড়িয়া যায়। তাৰপব আল কি ? হতভাগা শিকার তখন শিকারী গাছের কৰণে পড়ি যা দেখিতে দেখিতে প্রাণ হtaায় । কলসী গাছের ভিতরের দিক্‌ সিংহল ও পপুয়া দ্বীপ প্রভৃতি গ্রীষ্মমণ্ডপস্থিত দেশসমূছে এক রকম শিকারী গাছ দেখিতে পাওয়া