4. ! জ্ঞাৰু তেজ পৰ্ব্বত ও অনলী --- ভারতবর্ষের সীমার কথা বলিতে গেলে প্রথমেষ্ট হিমালয় পৰ্ব্বতের কথা মনে পড়ে। আমাদের দেশেব কবির। হিমালয পলবতের শোভা ও সৌন্দৰ্য্য সম্বন্ধে অনেক কথা বলিয়াছেন। বিশ্ব-কবি রবীন্দ্রনাথ ভারতভূমিকে লক্ষা করিয়া গাণ্ডিয়াছেন— অয়ি ভুবন-মনোমোহিনি! নিৰ্ম্মল স্থৰ্য্যোকরোজল-ধরণি, জনক-জননী-জননি । নীল-সিন্ধুজল পোত চরণ৩ল, অনিল-পিকম্পিত হ্যামল অঞ্চল অম্বর-চুম্বিত ভাল হিমাচল, শুভ্ৰ তুষার কিরীটিনি । 1. সেই (Karakoram Range), fs-IT- (Hin শিখরগুলি কাশ্মীর হইতে আসাম পর্যান্ত ভারতবষের উত্তর সীমা রক্ষা করিতেছে। দক্ষিণ, পূৰ্ব্ব ও পশ্চিমে ভারত-মহাসাগর ( দক্ষিণ জলনিধি ) এবং তাহার দুইটি শাখা আৰব সাগর ( পশ্চিম পয়েধি ) এবং বঙ্গোপসাগর ( পূৰ্ব্বসাগর ) ভাৰতবৰ্ষকে বেষ্টন করিয়া আছে। উত্তর-পূর্ণ এবং উত্তরপশ্চিমে হিমালয়ের নাতি উচ্চ শাখা পৰ্ব্বতশ্ৰেণী সমুদ্র উপকূল পণ্যন্ত চলিযা আসিয়া ভাবতেৰ সীমা গঠন করিযাছে। হিমালয়ের উওবভাগে কযেকটি পপলত শ্রেণী আছে । পললতশ্রেণীর মধ্যে কারাকোরাম, শুভ্ৰ তুষার কিীটনি –দাঞ্জিলিং হিমালয় রেলওয়ে কোম্পানীর সৌজন্তে প্রথম প্রভাত উদিত তব গগনে, প্রথম লাম-রব তৰ তপোবনে, প্রথম প্রচারিত তৰ বনভবনে জ্ঞান, ধৰ্ম্ম, কত পুণা-কাহিনী চির কল্যাণমধি । তুমি ধন্ত-- দেশ বিদেশে বিতরিছ অন্ন ; জাহ্নবী যমুনা-বিগলিত করুশ পুণ্য পীযুষ স্তন্য-বাহিনী ভারতবর্ষের সীমার সম্বন্ধে এই সঙ্গীতটি হইতে অনেক কথাই জানিতে পার । হিমালয় পৰ্বৰ (হিমবস্ত) ভারতবর্ষের উত্তর সীমারূপে বিরাজমান । হিমাচলের অত্বাচ্চ dukush) বিশেষ প্রসিদ্ধ। উত্তর পশ্চিম fữt:5 stanta (Sulaman Range), f**** ** st sist (Kirthar Range) আর উত্তর পূৰ্ব্বে পাটকোই পর্বতমালা আছে । এই সকল পৰ্ব্বত অতিক্রম কর। বড় সহজ নহে। হিমালয় পর্ববঙ্গের দৈর্ঘ্য ১,৬• • মাইল এবং প্রশস্তত। ২০০ মাইল। আল্পসই বল, আন্দিসই বল, পৃথিবীর কোন পৰ্ব্বতই কি শোভায়, কি উচ্চতায় হিমালয়ের সঙ্গে তুলনীয় নহে। হিমালয়ের উচ্চতা আল্পস পৰ্ব্বতের উচ্চতার দ্বিগুণ এবং উহার দৈর্ঘ্য ՀՀ8Վ)
পাতা:শিশু-ভারতী - ষষ্ঠ খণ্ড.djvu/২৯২
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।