পাতা:শিশু-ভারতী - ষষ্ঠ খণ্ড.djvu/২৯৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

গল্পভেক্স পৰ্ব্বত ও লালী ছিলেন সার্ভে বিভাগের বড় কৰ্ত্তা, কাজেই র্তাহার নাম অনুসারে এই সৰ্ব্বোচ্চ পর্বত শৃঙ্গের নাম হইল এভারেষ্ট পৰ্ব্বত। বাঙ্গালী রাধানাথ এই পৰ্ব্বত চূড়ার আবিষ্কার কব সত্ত্বেও তোমরা তাহার নাম জান না। কিন্তু এই পৰ্ব্বত চূড়ার নাম কি দেওয়া উচিত ছিল সীমা সংখা নাই। ১৯৩৪ খৃষ্টাব্দে এরোপ্লেমের সাহায্যে পৃথিবীর সবচেয়ে উচু এই পৰ্ব্বতচূড়া অতিক্রম করিরার চেষ্টা করা হয়। বিহারের পূর্ণিয়া সহর হইতে এই যাত্রা श्रातच्च श्हेग्नाश्लि। भूर्मिग्ना श्हे८ङ श्मिाल८ग्नद्र দূৰত্ব ১৫০ মাইল। এরোপ্লেন-যাত্রীরা তিন - - --

  • 巫°晕

দাৰ্জিলিংকের পথে বনভূমি —দার্জিলিং হিমালয় রেলওয়ে কোম্পানীর সেজন্তে বল দেখি ? রাধানাথ শৃঙ্গ, ঠিক কি-না বল তো ! - হিমালয়ের এই উচ্চশৃঙ্গ এভারেষ্ট আরোহণ করিবার জন্য আজ পর্য্যন্ত চারিবার চেষ্ট হইল। কিন্তু মানুষের চেষ্টা ও যত্ন সব বারই বিফল হইয়াছে। কতলোক যে এই হিমালয়-অভিযানে প্রাণ হারাইয়াছে, তাহার ૨૨83માં F. 2-2Ꮽ ঘণ্টার মধ্যে এভারেষ্ট পৰ্ব্বতের চারিদিক ঘুরিয়া সর্বোচ্চ চূড়ার উপর উড়িয়া পুর্ণিয়াতে ফিরিয়া আসেন। তাহারা ৩৫,০ • • ফিট পৰ্য্যন্ত উপরে উঠিয়াছিলেন। সেই সময়ে ক্যামেরার সাহায্যে অনেক সুন্দর সুন্দর ছবি তুলিয়াছিলেন। সে সব চিত্র অতি চমৎকার—দেখিলে মুগ্ধ হইতে হয়। - x مهم ماه :