পাতা:শিশু-ভারতী - ষষ্ঠ খণ্ড.djvu/৩২১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

- | W - ওস্মিয়-বংশ বা দামাস্কাস-যুগ পূৰ্ব্বে তোমাদিগকে প্রথম চার জন খলিফার কথা বলিয়াছি। এই চারজন খলিফাকে খলিফা তুর-রাশেদীন বলা হয় অর্থাৎ সত্যিকার খলিফা। ইহাদের দাবী ইসলামে অবিসংবাদিত। ইসলামের সমস্ত শাখাপ্রশাখা এই চারি জন খলিফাকে শ্রদ্ধা করেন, এই যুগকে ইসলামের নির্বাচন-তন্ত্র অথবা সাধারণ-তন্ত্র বলা যাইতে পারে। কারবালার পর মাৰিয়া ह३८ठ श्राद्रष्ट कब्रिग्रn ऐनलाcम श्रदिद्राम ब्राछठछ् চলিয়া আসিয়াছে এবং ইসলামের সাম্যভাৰ বহুভাবে ক্ষুন্ন ইয়াছে। ইহার পর হইতে প্রায়ই খলিফার ছেলেরা কিংবা তাছার নিকট কোন আত্মীয় খিলাফত গ্রহণ করেন। এবং খিলাফত সিংহাসনে পরিণত হয়। যদিও ব্যক্তিগত ভাবে কোন কোন খলিফা খুবই প্রশংসার যোগ্য ছিলেন, তথাপি মাৰিয়া হইতে আরম্ভ করিয়া প্রাকৃ মোস্তাফা কামালপাশা পর্যান্ত , বংশানুক্রমে খলিফা চলিত থাকিয়া ইসলামের সাৰ্ব্বজনীনতা নষ্ট হইয়াছে, খিলাফতের বংশানুক্রমিতার সুযোগ লইয়া পৃথিবীর বিভিন্ন দেশে ও ইসলাম ধৰ্ম্মাবলম্বীদের রাজত্ব চলিয়াছে, স্বগ্নতাৰে দেখিতে গেলে অৰণ্য পারস্ত, আফগানিস্থান, ভারতবর্ষ, भिनब्र, c~न, फूकौशन, नमब्रथम थङ्गठि


মহে, কারণ ইহাদের কোন श्म माहे, यनिs ४ठभूद्रगश्न थिगांक९ छग्र कब्रिग्रा বাগদাদ হইতে সমরখন্দে খিলাফতের তক্ত স্থানান্তরিত করিয়াছিলেন, এবং খলিফা ভুল্লাহ' উপাধি গ্রহণ করিয়াছিলেন, অথবা ভারতবর্ষে সম্রাট আকবরও এইরূপ উপাধি গ্রহণ করিয়াছিলেন বলিয়া কথিত আছে। তথাপি বিশ্বইসলাম কখনো ইহাদের খলিফা বলিয়া গ্ৰহণ করে নাই, মিসরে ফতেমৗবংশ কিংবা স্পেন দেশীয় খলিফা কখনে। ইসলামের অধিনায়ক বলিয়। স্বীকৃত হন নাই, রাজনৈতিক দাবী হয়ত ইহাদের কাহারো আছে, কিন্তু ধৰ্ম্মের দাবীতে ইহাদের কাহারে। কোন স্থান নাই, বরঞ্চ প্রাচ্যের বহু সুলতান ওস্মিয় বা আব্বাসীয়া বংশীয়দের সম্মান করিয়৷ নিজেকে ধন্য মনে করিতেন, তাহারা খলিফাকে খিলাং(সম্মানস্থচক বস্ত্র, মক্কার শরীফদের অর্থ, কাবার আচ্ছাদন প্রেরণ করিয়া কৃতার্থ হইয়াছেন, ভারতে সুলতান ইলতুতমিস, মহম্মদ তোগলক ফিরোজ তোগলক, আফগানিস্থানের সুলতান भाभूत बनौ अरु ८दाषाग्ना, बिदा, भन्नtेग्न आयौद्र-: গণ নিজেকে প্রত্যক্ষ ভাবে খলিফার প্রতিপালিত খিলাফতের ইতিহাসের অন্তর্গত মুলতান কখনো খলিফা বলিয়া সমস্ত মুসলমান কর্তৃক স্বীকৃত