পাতা:শিশু-ভারতী - ষষ্ঠ খণ্ড.djvu/৩৬৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মঙ্গল গাঙ্গন হরিপালের রাজা অস্বীকার করিতে সাহস করেন না, আবার বুড় বরের সঙ্গে বিবাহই বা দেন কি করিয়া ! যদি বা ভয়ে ডরে বাপের মত হয় তো মেয়ের হয় না। কানড়া স্বয়ংবর হইতে চাহিলেন, রাজা লোক-লস্কর লইয়া গড়ে পলাইয়া গেলেন, কানড়ার নিকটে শুধু দুমুখী দাসী থাকিল। দাসী গৌড়রাজের শিবিরে এক লোহার তৈরী গণ্ডার লইয়া উপস্থিত,— কানড়ার প্রতিজ্ঞা, যে ব্যক্তি ওই গণ্ডার এক চোটে দুই খান করিবে তাহার সঙ্গে বিবাহ হইবে । e लाउcनtन यूक इश्न-किश श्रेचबौब्र श्रांtनt* ७ ५tन्{ीब्र श्राशौरुर्वांटम विवाझ शहेल --রাজপক্ষের সকলে প্রাণ ফিরিয়া পাইল । এরারও পাত্রের উদ্বেশ্ব ব্যর্থ হইল। তবু তাহার কূটবুদ্ধির শেষ নাই,—রাজাকে পরামর্শ দিল, লাউসেনকে ইছাই ঘোষ দমন করিবার জন্য পাঠান হউক। সেই যে ইছাই ঘোষ, যে দেবীর আদেশে অজয় হইয়া উঠিয়াছিল, যাহার হাতে কর্ণসেন ছয় ছেলে হারাইয়াছিলেন। অজয়ে তখন বান, কিন্তু যে উপায়ে লাউসেন ব্রহ্মপুত্র পার হইয়া রাজা পাত্র সৈন্য সামন্ত ছিলেন, সেই উপায়ে অজয়ও পার হইলেন, কাটামুণ্ড তখনও ধৰ্ম্মের জয়’ বলিতে ছাড়িল না কেহই পারিল না, ডাক পড়িল লাউসেনের। লাউসেন ধৰ্ম্মের আদেশে গণ্ডার দুই টুকুর। করিলেন ; একটুকরার উপর অন্য টুকরা রাখিয় তাহ আবার চারি খান করিলেন। স্বয়ংবরের সর্জ না মানিয়া রাজা যখন পাত্রের পরামর্শে কানড়াকে জোর করিয়াই বিবাহ করিতে চাহিলেন, কানড়াও র্তাহার দাসী যুদ্ধে রাজপক্ষকে নিৰ্ম্মল করিলেন,—লাউসেনকে তখন কৌশলে অন্যত্র সরান হইয়াছে, সংবাদ পাইয়। লাউসেন ফিরিলেন, কানড়া তাহাতে এখন তো আগুীরপাখর ঘোড়া রহিয়াছে। ইছাই ঘোষের সঙ্গে ঘোরতর যুদ্ধ হইল,—এমন কি লাউসেনের প্রধান সহায় কালু বীর প্রাণ দিল,—ইছাইকে ভগবতী বর দিয়াছিলেন যে তাহার মাথ। মাটিতে পড়িলে আবার ধড়ে আসিয়া জোড় লাগিবে.–কিন্তু একবার লাউসেন যেমন ইছাইয়ের মাথা কাটিলেন, হনুমান অমনি তাহা লইয়া আকাশে উধাও। তবে এই যুদ্ধে লাউসেনকেও একবার প্রায় প্রাণ দিতে ہمممم ج> دِ لاہ** --