fண்ால் சசூசஆஆ. অসিয়াছিলেন ও তথাকার নিবাসীদিগকে যুদ্ধে জয় করিয়াছিলেন। এই অসাধ্য সাধন সামান্ত রাজার কৰ্ম্ম নতে। তিনি প্রথম চন্দ্রগুপ্ত হইতে পারেন না। সমুদ্রগুপ্তের সময়ের কোনও স্থানীয় রাজার দ্বারাও ইহা সম্ভবপর নহে। দ্বিতীয় চন্দ্রগুপ্ত পিত সমুদ্রগুপ্তের নিকট হইতে বিশাল সাম্রাজ্য উত্তরাধিকার-সূত্রে পাইয়াছিলেন। আবার মালব এবং সৌরাষ্ট্রদেশ জয় করিয়া পশ্চিম পয়োধি পৰ্য্যন্ত রাজ্যসীমা প্রসারিত করিয়াছিলেন। প্রথম চন্দ্রগুপ্ত বা অন্য কোনও সীমাস্থ্য প্রাদেশিক রাজার পক্ষে লাঙ্গা অসাধ্য ছিল, তাহার পক্ষে তাহা সুসাধা ছিল। বালীক দেশে কুষণরাজ কনিষ্কের বংশধরের শাসন এখনও স্থায়ী ছিল। তোমাদিগকে পূর্বেই বলিয়াছি যে সমুদ্রগুপ্ত “দৈবপুল”, “ষাঙ্গা”, “মাহাত্মাহী” উপাধিP3"|-|| 4: +াবুল うちびり অক্সস 시wl 미f (, 게* 41"|이". ’অথনিবেদন' করিতে বাপ করিয়াছিলেন। দ্বিতীয় চন্দ্র গুপ্ত কেবল অা নিবেদনের দারা তুষ্ট হইতে পাবেন নাই। তিনি এই সকল দেশ বিজিত করিয়া তাঙ্গাদিগকে সমূলে নষ্ট করিয়াছিলেন। দ্বিতীয় চন্দ্র গুপ্তের রাজ্যকালের আরও একটি বিশেষ উল্লেখযোগা ঘটনা চীনদেশী যাত্রী ফা-হিয়ানের ভারতবর্ষে আগমন। ফা-হিয়ান ৩৯৯ খৃষ্টাব্দে পুণ্যভূমি ভারতবর্ষে পদৰ্পণ করিয়াছিলেন। তাহার উদ্দেশ্য ছিল বৌদ্ধতীর্থ সমূহের দর্শন করা, বৌদ্ধ ধৰ্ম্মগ্রন্থ সকল সংগ্রহ করা ও ভারতের বিখ্যাত विश्चात्रैौ?नपूरु दफु बज्र अषिङएनत्र निको সেই সকল গ্রন্থ অধ্যয়ন করিয়া জ্ঞানার্জন করা । তিনি এই উদ্দেশ্যে ভারতবর্ষের নানাস্থানে ভ্রমণ করিয়াছিলেন ও সৌভাগ্যের বিষয় নিজের ভ্রমণ-বৃত্তান্ত লিপিবদ্ধ করিয়া शिम्नां८छ्म । क-शिग्रांrमब्र भन झेिल cकदल ধৰ্ম্মের দিকে। তিনি অন্য বিষয়ে উদাসীন ছিলেন । তোমরা শুনিয়া বিস্মিত হইবে যে যদিও তিনি ছয় বৎসর যাবৎ চন্দ্রগুপ্তের রাজ্যের নানাস্থানে ভ্রমণ করিয়াছিলেন তথাপি নিজের যাত্র-বিবরণে রাজার নাম পৰ্য্যন্ত উল্লেখ করেন নাই ! তবু তৎকালীন ভাতবর্ষের বিষয়ে তিনি যাহ। किकू निशिग्नांzछन, डांझ श्हेंtउहे श्रांभब्र চন্দ্রগুপ্তের সাম্রাজ্যের সামাজিক, ধৰ্ম্মবিষয়ক ও রাজনৈতিক অবস্থার বিষয় অনেক কিছু জানিতে পারি। ফা-হিয়ামের বিবরণ গুইতে জানা যায় যে সে সময়ে দেশের লোকের জীবন বেশ সুখ শান্তিময় ছিল, ভারত ধনধান্তে পূর্ণ ছিল। বিশেষ করিযী মথুরা ও তাহার দক্ষিণের দেশ অতিশষ সমুদ্ধিশালী ছিল । এই দেশকে মধ্যদেশ বলা হইত। প্রজার রাজার BSKSE BBBS SS SDDDS BBB তচ্চা জমি চাড়িয়া দি.ে৩ পারিত এবং যেখানে ইচ্ছা বাস করিতে পারিত। এ বিষযে তাহারা সম্পূর্ণ স্বাধীন ছিল। কোগ ও যাইবার জন্য সরকারী আজ্ঞাপত্রের দরকাব হইত না। ভারতবাসীদিগকে নিজেদের পরিবারবগের নাম সরকারী খাতায় লিখাইতে হইত না। রাজা কখনও প্রাণদণ্ড দিতেন না। অপরাধের গুরুজ অনুসারে লঘু অথবা গুরুদণ্ড দেওয়া হইত। বার বার রাজদ্রোহ করিলে অপরাধীরদক্ষিণ হস্ত কাটিয়া ফেলা হইত। সরকারী অথবা নিজস্ব কৰ্ম্মচারীগণকে রাজা নিয়মিত রূপে বেতন প্রদান করিতেন। সমস্ত দেশে क७ॉल उिन्न अत्र ८कश् . औद-श्निा दा, স্বরাপান বা লশুন এবং পলাতু ভক্ষণ করিতে জানিত না। চণ্ডালের নগরের বাহিরে বাস করিত এবং নগরের ভিতর আসিবার সময় দুইটি কাষ্ঠখণ্ডে শব্দ করিতে ՀՓՀՑ
পাতা:শিশু-ভারতী - ষষ্ঠ খণ্ড.djvu/৩৮২
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।