পাতা:শিশু-ভারতী - ষষ্ঠ খণ্ড.djvu/৮১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

•ि(es-पछiक्राप्टौ চামড়ার মত চেহারার কাগজ, কাপড়ের মত চেহারার কাগজ-আরও অনেক বিভিন্নপ্রকারের কাগজ তৈয়ারি হইতেছে। বিভিন্নপ্রকারে কাগজের উপর ছাপার জন্য বিশেষ কালীও প্রস্তুত করা হইতেছে। জন্য যে সকল কালী তৈযারি হইতেছে, তাহা অতি শীঘ্ৰ শুকাইযা যায । ஒரு தl?t; atst: 5tfFs **(Treadle machine) আবিষ্কৃত হইয়াছে। এই শ্রেণীর কলের একশত বৎসরের মধ্যে এত উন্নতি হইয়াছে গে, আধুনিক কলের তুলনায় প্রথম পায়েচালিত কল নিতান্তই নিকৃষ্ট মনে হয়। আধুনিক কল আর পায়ে চালাইতে হয় না –ই তা বৈহাতিক শক্তিতে চলে। এই আপন হইতে কাগজ ছাপা, কালী পেষাই ইত্যাদি এই মেসিনে হইয়া থাকে উনবিংশ শতাব্দীর প্রথম ভাগে টেলিগ্রাফের সাহায্যে সংবাদ-প্রেরণের ব্যবস্থার উন্নতির সঙ্গে সঙ্গে সংবাদ-পত্রেবও অনেক উন্নতি হইল। সংবাদ-পত্রের জন্য বৃহৎ ছাপা-কল তৈয়ার হইল, যাহার সাহায্যে পত্রের প্রত্যেকটি কাগজের একেবারে দুই পিঠ চাপা হইয়া যায়। ছোট কাগজ ছাপার জন্য পায়ের < ο ΨΨ সকল কলে ঘণ্টায় ২৩ হাজার কাগজ ছাপা হয়, কাগজ লাগান, উঠান, কালী-পেষাই, ছাপার সংখ্যা গণনা করা—সবই কলের সাহায্যে হয় । গত শতাব্দীর শেষভাগে সংবাদ-পত্রের প্রচার বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে ‘রোটারি’ (Rotary) ছাপা-কল নামে নূতন ধরণের কল ও আবিষ্কৃত হইয়াছে। এই কলের -o-o-o