পাতা:শিশু-ভারতী - সপ্তম খণ্ড.djvu/১৯৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মনে হয়, খাইতে তিনি নিজেও বেশ ভালবাসিতেন । পয়াস পয়োধি লপসপিয়।। পিষ্টক পৰ্ব্বত কচমচিয়া ॥ চুকু চুকু চুকু চুন্য চুধিয়া । কচর মচর চৰ্ব্ব চিবিয়া ॥ লিঙ্ক লিঙ্ক জিহে লেছ্য লেহিয়া । চুমুকে চক চক পেয় পিস্থা ॥ শিব খাইয়া এত খুলী যে নাচিতে আরম্ভ করিলেন,— লটপট জট লপটে পায়। ब्रि अब्र क्षेत्र खtश्रीौ ङiघ्नः ॥ গর গর গর গরজে ফণী । দপ দপ দপ দীপয়ে মণি ॥ ধক্ ধৰ্ব্ব ধক ভালে অনল । তর তর তার চাদমণ্ডল ॥ সর সর সরে বাঘের ছ1ল । দল-মল দোলে মুণ্ডের মাল। তাধিয়া তাধিয়া বাজায়ে তাল । তাতা থেই থেই বলে বেতাল । न तम् ददम् वा छाएग्र शाण । ডিমি ডিমি ৰাজে ডমরু ভাল ॥ শিব কাশীতে অন্নপূর্ণার পুরী করাইলেন, সবচেয়ে ভাল কারিগর বিশ্ব কৰ্ম্মাকে দিয়া ; অন্নপূর্ণার পূজা দেবলোকে প্রচলিত হইল। কিন্তু পূজা নরলোকে কি করিয়া চলিবে ? কুবেরের অমুচর বসুন্ধর, তাহার স্ত্রীর নাম বম্বন্ধরা ; কুবের বসুন্ধরাকে ফুল তুলিয়া আনিতে বলেন অন্নপূর্ণ পুজার জন্য ; কিন্তু তাহারা ফুল দেখিয়া ভুলিয়া গেল। অন্নপূর্ণ পুজার জন্য ফুল তুলিবার কথা তাহাদের মনেই ছিল না। এই পাপে তাহাদের প্রতি দেবী শাপ দিলেন,—তাহারা মানুষ হইয়। পৃথিবীতে আসিবে। বহুদ্ধর হরিহোড় নামে পৃথিবীতে পরিচিত হইলেন। হরিহোড় দুঃখিনীর ঘরে জন্মিয়াছেন, কাঠ কুড়াইয়া দিন - =िांडe9-छांनञ्जडठी S SAASAASAASAASAASAASAASAASAASAASAAAS চলে, হঠাৎ একদিন জঙ্গলের মধ্যে এক বুড়ীর সঙ্গে দেখা হইল,—তাহার কাছে ঝুড়ি-ভর ঘুটে, ৰোঝা-বান্ধা কাঠ, সেদিন হরি নিজে কিছুই করিতে পারেন নাই,—একবার মনে হইল কাড়িয়া লই, কিন্তু তাহাতে পাপ হইবে এই বুদ্ধি আসিয়া নিবৃত্ত করিল। হরি একমনে ভগবানকে ডাকিতে লাগিলেন,—এমন সময়ে বুড়ী বলিল—বাছা, আমার বোঝা বহিয়া দাও, ঘুটে গুলি বাড়ীতে পৌছাইয়া দিলে অৰ্দ্ধেক তোমাকে দিব। একটু দূরে गाश्८७३ शब्रिव्र वाड़ौ, दूछो श्रांत्र कनिष्ठ চাহিল না ; সন্ধ্যা হইয়াছে—সে দিন অতিথি। কিন্তু হরি ও হরির মা উভয়েরই আপত্তি,—“ভাঙ্গা কুড়ে ছাওয়া পাতে,” তাহাতে আবার ঘরে ভাত নাই ; বুড়ী বলিল, এত অভাব গৃহিণীরই দোষে হইয়া থাকে ; গৃহিণী যদি অন্নপূর্ণার নাম করেন, তাহা হইলে হাড়ি খালি থাকে না : হয় না হয়, পরীক্ষা করিয়া দেখ। দেবীর নাম করিয়া দেখা গেল,—বাস্তবিক হাড়ির মধ্যে অন্নব্যঞ্জন আছে । হরি অবাক হইল, বুড়ীর পরিচয় চাহিল, বুড়ী একখানি ঘুটে চাহিলেন, তাহার ছোয়া লাগিয়া তাই সোণা হইয়া গেল। তখন অন্নপূর্ণ আত্মপ্রকাশ করিলেন। হরিকে বর দিলেন, তিনি নিজে বিদায় না দিলে দেবী তাহার ঘর ছাড়িবেন না । হরিহোড়ের আর দুঃখ রঙ্গিল না, তাহার তিনটী বিবাহ হইল, কায়স্থদের মধ্যে ঘোষ, বসু, মিত্র কুলীন, প্রত্যেক বংশের একটী কন্যা সে বিবাহ করিল। এদিকে বসুন্ধরা ভাড় দত্তের বংশে জন্ম লইয়াছেন, তাহার মায়ের নাম ধূমী, বসুন্ধরার নামকরণ হইয়াছে সোহাগী ; এই সোহাগীর সঙ্গে হরিহোড়ের বিবাহ হইল। সোহাগী বড় কুক্কুলে, চার সতীনের R4 vv