পাতা:শিশু-ভারতী - সপ্তম খণ্ড.djvu/১৯৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

٦قee-setagsaچfirst مم: ممممم مم مم۔ দারকে সব কথা বলিল, সোনার সে উতি দেখাইল,—আর মজুমদার ঘরে ফিরিয়া দেখিলেন, মেঝেতে এক সুন্দর ঝাপি পড়িয়া আছে, চারিদিক সুগন্ধে ভরা, কাণে স্বস্বর নাচ গানের শব্দ ভাসিয়া আসিতে ছে। কে যেন তাহাকে বলিল, ইহাই অন্নপূর্ণার ঝাপি, কখনও খুলিতে নাই—তোমার বংশে অন্নপূর্ণার দয়া। দেবীর পূজায় ও প্রসাদে ভবানন্দ মজুদারের নানা দিকে সুখ বাড়িতে লাগিল । এদিকে বাঙ্গলা দেশে মহা গোলমাল ; প্রতাপাদিত্য যশোহরের রাজা, তাতার ৰায়ান্ন হাজার ঢালী ; দশ হাজার ঘোড়সওয়ার । তিনি খুড়া বসন্ত রায়কে সংবশে কাটিয়া ফেলিলেন, বসন্ত রায়ের ছেলে কচুরায় কোন রকমে পলাইয়া গেল, গিয়া জাহাঙ্গীরের কাছে নালিশ করিল। জাহাঙ্গীর সসৈন্য মানসিংহকে সঙ্গে দিয়া কচুরায়কে বাঙ্গল দেশে পাঠাইলেন। সৈন্যেরা দিল্লী হইতে বৰ্দ্ধমানে আসিয়া পৌছিল ; ভবানন্দ মজুমদার সেখানে কৰ্ম্ম করিতেন, ভবানন্দের নিকট মানসিংহ বিদ্যামুন্দরের কাহিনী শুনিলেন । বৰ্দ্ধমানে এক রাজা ছিলেন র্তাহার নাম বীরসিংহ। বীরসিংহের কন্যা বিদ্যা,— রূপে লক্ষ্মী, গুণে সরস্বতী। তাহার প্রতিজ্ঞ, যে তাঙ্গকে বিচারে হারাইবে তাহাকেই বিবাহ কfরবে। কেহই বিচারে বিদ্যাকে আঁটিয়া উঠেন, তখন বীরসিংহ, বৰ্দ্ধমান হইতে কাঞ্চী ছয় মাসের পথ, সেই কাঞ্চীর রাজা গুণসিন্ধু রায়ের পুত্র স্বন্দরের নিকট ঘটক পাঠাইলেন। জাহার কাছে লিছার রূপগুণের কথা শুনিয়া সুন্দর বদ্ধমানে আসিলেন, এবং পড়য়া সাজিয়া নগরে প্রবেশ করিলেন। হীরা মালিনী রাজবাড়ীতে নিত্য ফুল +--------. ર.(t૭ — যোগাইত, সুন্দর আসিয়া তাহার সাহিত আলাপ করিলেন এবং কৌশলে বিছাকে বিবাহ করিলেন, বীরসিংহ বা তাহার রাণী এ বিষয়ের কিছুই জানিতে পারিলেন না। যখন একথা রাজার কাণে পৌছিল, তখনই কোটালকে দিয়া সুন্দরকে ধরা হইল এবং র্তাহাকে মশানে পাঠান হইল—রাজবাড়ীতে গোপনে গিয়: যে রাজকন্যাকে চুরি করে তাহার শাস্তি প্রাণদণ্ড । কিন্তু সুন্দরের কবিত্বশক্তি ও উপস্থিত বুদ্ধির জোড়া নাই । রাজার প্রশ্নের তিনি সমানে উত্তর করিয়াছেন, —কারণ তিনি “কালিকার কিঙ্কর –কিঞ্চিৎ নাহি ডর।” বিপদে পড়িয়া তিনি পঞ্চাশটি শ্লোক পড়িলেন, তাহাদের দুই অর্থ,— মশানে গিয়া সুন্দর......কালীর স্তব করিলেন--- একদিক দিয়া দেখিলে বিদ্যার রূপবর্ণনা, অন্যদিকে কালিকার স্তব । রাজা ভাবিলেন, তাহার মেয়ে স্তব করিতেছে, আর দেবী বুঝিলেন সুন্দর বিপদে পড়িয়া তাহাকেই স্মরণ করিতেছে। মশানে গিয়া সুন্দর অ কারাদি বর্ণমালার প্রত্যেক অক্ষর আদিতে করিয়া এক একটা শ্লোকে কালীর স্তব করিলেন। তাহার পূর্বে কবি ভারতচন্দ্র নিজে কালীর যে প্ৰণতি জানাইয়াছেন, তাহাই বা কি সুন্দর ।