পাতা:শিশু-ভারতী - সপ্তম খণ্ড.djvu/২১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

53-- করিয়াছেন, যে বস্তুর পরমাণুর ব্যাস ১০cm, হইতে ১০-* e.m. পৰ্য্যন্ত, অর্থাৎ বস্তুর পরমাণুৰ ব্যাস ও রঞ্জন-আলোর দৈর্ঘা প্রায় এক মাত্রায় । কঠিন পদার্থের পরমাণুগুলির পাৰস্পরিক দূরত্ব ঐ একই মাত্রার। কিন্তু সাধারণ জিনিষে অণুগুলি এলোমেলোভাবে বিন্যস্ত থাকে বলিয়া sts atH. Diffraction Gratingan কাজ হইতে পারে না, অর্থাৎ বঞ্জন-আলোর সমাবর্তন প্রত্যক্ষ কব যায় না। কিন্তু যে ঘাড়র ভিতরকাব চত্র সমস্ত পদার্থকে দানা বা (Crystal) স্ফটিকের আকারে পাওয়া যায়, তন্মধ্যে অণুগুলি এক এক বিশেষ শৃঙ্খলামত সন্নিবিষ্ট থাকে । মনে কর সৈন্ধবলবণের দানা ; এগুলিকে ঘনক্ষেত্রাকারবিশিষ্ট দান আকারে পাওয়া যায়। ফেডোরোভ (Fedorow), স্কোনো#fÈH (Shonoflies), zitçER (Bravais) প্রভৃতি স্ফটিকতত্ত্ববিদৃগণের মতে এই স্ফটিক কতকগুলি ঘনক্ষেত্রাকার আণবিক ইষ্টকের ংযোগে গঠিত। মনে কর, কোনও ঘন 8)》 וחשסtrפר-הדקe = ক্ষেত্রের (Cube) আটকোণে আটটি সাদা বৰ্ত্তল আছে, বর্ভুলগুলি পরস্পরের সহিত সংযুক্ত। প্রত্যেক বৰ্গুলকে আমরা একটি sodium পরমাণু মনে করিতে পারি। এই ঘনক্ষেত্রগুলিকে যদি আমরা সমান ভাবে পর পর সব দিকে সাজাইয়া যাই, তাহা হইলে একটি ঘনক্ষেত্রাকার আয়তন পাইব । প্রত্যেক ঘনক্ষেত্রেব পৃষ্ঠায মধ্যবিন্দুতে এক একটি কালো বৰ্ত্তল স্থাপন করিলে আমরা আর এক শ্রেণী ঘনক্ষেত্র ১ • • x ১০৬ পাই । এই কালো বস্তু লগুলিকে আমরা ক্লোরিণ (Chlorine) পরমাণু বলিতে পারি। প্রত্যেক স্ফটিকের দুই পরমাণুর মধ্যে যে ফাক আছে তাহার পরিমাণ রঞ্জন-আলোর পরিমাণেব সমতুল্য। সুতরাং এই স্ফটিকের ভি ৩র দি যুা রঞ্জন-গালো প্রবেশ করাইলে প্রত্যেক পরমাণুকে আশ্রয় করিয়া আলোক সৰ্ব্বদিকে সনাবৰ্ত্তিত হইতে থাকিবে আলোব কতকাংশ বরাবর সরল রৈখিক পথে চলিযা যাইবে । তেবাং অপর পাশ্বে আলোক-চিত্রের ফলক রাখিলে যে স্থানে রশ্মিটি ঠিক সোজা পড়িবে, তথায় একটি সাদা দাগ পড়িবে। প্রত্যেক পৰমাণুকে আশ্রয় কৰিয়া আলোকের যে অংশ চতুর্দিকে পৰিবৰ্ত্তিত হইবে, তাহাব মধ্যে কোন কোন দিকে সমস্ত আলোর তরঙ্গই এক এক কলাতে আলোকচিত্রফলকে পেছিবে। কোন দিকে বিভিন্ন ভাবে পেচিবে। স্বতবাং মধ্যবিন্দুর চারিদিকে ছোট ছোট দাগ পণ্ডিলে। তখন গণিতশাস্ত্রের প্রযোগ দ্বাবা সহজেই আলোর তরঙ্গের দৈর্ঘ্য নির্ণয় করা যাইবে। লাউয়ে ১৯১২ খৃষ্টাব্দে সর্ণব প্রথম রঞ্জন আলোর পরিবর্তন প্রত্যক্ষ করিবার জন্য এর উপায় উদ্ভাবন করেন। তাহার সহযোগী -- --++శ