পাতা:শিশু-ভারতী - সপ্তম খণ্ড.djvu/২১২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

-- পরেই তাহারা কোথায় যেন নিরুদ্দেশ হইয়া গেল। অসভ্য স্ত্রীলোক দুইটার ঐ রকম হঠাৎ নিরুদ্দেশে লিগ্রেভ, রেডি প্রভৃতি ভয়ানক ভয় পাইলেন। দিনরাত র্তাহাদের দুশ্চিন্তার আর শেষ ছিল না। তাছারা ভাবিতেন, “কি জানি ! মেয়ে দুটা হয়ত তাদের অসভ্য জাতির মধ্যে এই কথাটা রটাবে! কিন্তু তাহলে তো রক্ষণ থাকবে না। এ-খবর পেলে অসভোরা এসে নিশ্চয় আমাদের খুন ক’রে সব লুটপাট ক’রে নিয়ে যাবে।” ভয় পাইয় তাহারা সেদিন হইতে খুব সতর্ক ও সাবধানে রছিলেন। র্তাহীদের তাবুর আশেপাশে অনেকদূর পর্য্যন্ত বিরিয়া খুব শক্ত করিয়া উচু বেড়া দেওয়া হইল। বেড়ার গায়ে গায়ে কাটা গাছ ও দেওয়া হইয়া গেল। ইতিমধ্যে র্তাহারা দেখিলেন যে দূরে সমুদ্রের উপর দিয়া একখানা জাহাজ যাইতেছে। ইহা দেখিয়া মুক্তির আনন্দে তাহীদের মন নাচিয়া উঠিল। তাছারা ৩াড়াতাড়ি “প্যাসিফিক” জাহাজখানার পতাকাখানি তাবু হইতে ৰাহির করিয়া আনিয়া ক্রমাগত নাড়িয়া নাড়িয়া লঙ্কেত করিতে লাগিলেন। কিন্তু সেই জাহাজের কেহই বোধ হয় তাহ দেখিতে পায় নাই। তাই জাহাজ খানা ক্রমশ: বৃষ্টির বাহিরে চলিয়া গেল—অসহায় লিগ্রেভ পরিবারকে উদ্ধার করিবার জন্য সে জাহাজ খানা দ্বীপের দিকে ভিড়িলই না। অল্পদিনের মধ্যেই তাহার। যে বিপদের ভয় করিতেছিলেন তাহা ঘটিল। একদিন সমুদ্রের উপরে অসংখ্য ডিঙি-নৌকা দেখা যাইতে লাগিল । সবগুলিই অসভ্য জাতির লোকে একেবারে ভৰ্ত্তি । সকলের হাতেই অস্ত্র-শস্ত্র। ডিঙি নৌকাগুলি সেই দ্বীপের দিকেই ভাসিয়া ভাসিয়া অগ্রসর হইতেছিল। বেড়ার ঠিক পিছনেই সিগ্রেভ, উইলিয়াম ও রেডি ওৎ পাতিয়া বন্দুক হাতে লুকাইয়া বলিয়া রছিলেন । অসভ্য লোকগুলা ডিঙি হইতে ডাঙায় নামিৰামাত্র তাছারা উহাদের দিকে অনবরত বন্দুকের গুলি ছুড়িতে লাগিলেন। জুনো এ-সময়ে র্তাহাদের অশেষ সাহায্য করিয়াছিল। বন্দুকের গুলি ফুরাইয়া যাইবা মাত্র সে এক একটি করিয়া গুলি ভরা বন্দুক তাছাদের হাতে তুলিয়া দিতেছিল এবং তাছাদের হাতের খালি বন্দুক লইয়া আবার &&\r « =ि१थs-पछाच्नप्डौ --- তাড়াতাড়ি করিয়া তাহাতে গুলি ভরিয়া ফেলিতেছিল। প্রায় একঘণ্টা এইরকম যুদ্ধ চলিল। কিন্তু এইভাবে অনবরত গুলি বর্ষণ হওয়াতে অসভোরা সুবিধা করিতে পারিল না। তাহার ক্রমশ: পিছু হটিয়া হটিয়া সরিয়া পড়িতে লাগিল। ইতিমধ্যে টমাস আবার এক কু-কাজ করিয়া বসিয়াছিল। অসভোরা যখন আক্রমণ করিতে আসে তখন বেল প্রায় বারোটা । ঠিক তাহার পূৰ্ব্বেই সিগ্রেভ পরিবারের সবাই তাবুর ৰাহিরে

  • .

o' to." *] o: T o ol §§ I o . অসভ্যদের সহিত যুদ্ধ হইবার একটি शि গিয়া তাহীদেরই খোড়া সেই কুয়া হইতে স্নান করিয়া আলিয়াছিলেন। তাহারা স্নান সারিয়া আসিয়া দেখিলেন যে টমাস তখনও স্বান করে নাই। কাজেই লিগ্রেভ, তাহাকে তাড়াতাড়ি স্বান সারিয়া আসিতে বলিলেন । কিন্তু এত অল্প সময়ের মধ্যে টমাস তাহার স্নান সারিয়া আসিল যে সবাই তাহাকে আদর করিয়া পিঠ চাপড়াইয়া বলিয়াছিল, “এই দেখ, টমাস আমাদের কেমন ভাল ছেলে হয়ে উঠছে। ও আর দুষ্টুমি করে না।” --- 3--------------- تم- هجدهم - حمامه