পাতা:শিশু-ভারতী - সপ্তম খণ্ড.djvu/২৩৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

--مم--محم----- ? কোন দিন ছিল না, ইছা পূর্বে বলা হইয়াছে। চিঠিল মাশুল ধাৰ্য্য করিবার কয়েক বৎসর পরে ১৬৪৪ খৃষ্টাব্দে সপ্তাছে একদিন মাত্র ডাক পাঠান হইত। ক্রমে উন্নতি হইয়া মঙ্গলবার, বৃহস্পতিবার ও শনিবার, এই তিন দিন ডাক পাঠাইবার ব্যবস্থ৷ ছয়। এই ব্যবস্থা ১৭৪১ সাল পৰ্য্যন্ত চলিয়াছিল। সেই লংসর হইতে এক ববিবার ভিন্ন ছ'দিনই লগুন হইতে চতুৰ্দ্দিকে ডাক পাঠাইবার বন্দোলন্ত হয়। এখন রবিবারে ডাক পাঠান বন্ধ থাকা দূরের কথা, লণ্ডন এবং স্কটল্যাণ্ডের কোন কোন যায়গা ভিন্ন অন্ত সল যায়গায় চিঠিপত্র বিলিও বন্ধ থাকে না। লগুনে সাধারণ ডাকবিলি রলিবারে বন্ধ থাকিলেও এক্সপ্রেস ডেলিভারির সাহায্যে গবরের কাগজ, ডাক্তার, বাঙ্গার, সলিসিটর প্রভৃতির চিঠি বিলি কব৷ श्श । ১৭৪১ সাল হইতে লবিবার ভিন্ন অন্ত ছ'দিনই ভাক লাছিলে পাঠান হইলেও, লণ্ডন সহরে ১৭৬৯ পুষ্টাব্দ পর্য্যন্ত জেনারেল পোষ্ট অফিস ভিন্ন চিঠি দিবার অন্ত স্থানসমূহ সপ্তাহে শুধু তিন দিন গোল থাকিত। ঘণ্টাধারা লোকেরাও ঐ তিনদিনই চিঠি সংগ্ৰছ করিত। অন্ত তিন দিন জেনারেল পোষ্টীফিস ভিন্ন অল্প কোথাও, এক আনা অতিরিক্ত মাশুল ভিন্ন চিঠি দেওয়া যাইত না। এই অতিরিক্ত মাশুল, যাহার হাতে চিঠি দেওয়া হইত, তাঙ্গারক্ট প্রাপা ছিল। ১৭৬৯ সাল হইতে ঘণ্টবাদকগণ ছ'দিনই চিঠি সংগ্ৰছ করিতে আরম্ভ করে এবং চিঠি দিবার শাখা আফিসগুলিতে ও ছ'দিনই চিঠি লইবার ললাস্থা চয় । প্রায় এই সময় হইতেই সৰ্ব্বপ্রথম চিঠি দিবার জন্ত চিঠির বাক্সের প্রচলন হয়। ইহার পূৰ্ব্বে সৰ্ব্বত্র হতে হাতে চিঠি দিতে হইত। প্রথম প্রথম এই বাল্পগুলি পোলা ও আলগা থাকিত এবং আফিস বন্ধ হইবার পূৰ্ব্বে ঘরে তুলিয়া রাখা হইত। ১৭৯২ খৃষ্টাব্দে তালাচাবি বন্ধ করা স্থিতিলান ডাকবাক্সের প্রচলন হয়। ১৭৭২ খৃষ্টাব্দের পূর্ণ পর্যান্ত এক পোষ্ট আফিস হইতে অন্য পোষ্ট আফিসে ডাক পৌছাইয়া দেওয়া মাত্রই ডাকবিভাগের কাজ ছিল; চিঠি বিলি করিবার নিয়ম ছিল না। লগুন, এডিনবরা ও ডাবলিন ব্যতীত অন্য কোন স্থানে -* ●●●こ লুর ইতিহাস ++++ + পোষ্টমাষ্টার ভিন্ন দ্বিতীয় কৰ্ম্মচারী ও ছি না। এই তিন সহরে অবশু চিঠি বিলির বন্দে পই হইয়াছিল । অল্প সব যায়গায় আমাদেরX; গ্রামের ডাকঘরের মত পোষ্টমাষ্টারের বাড়ীতেই অফিস ছিল। সৰ্ব্ব-সাধারণকে পোষ্ট মাষ্টারের বাড়ী যাইয, তাছাদের নামে চিঠি আছে কি না সংবাদ লইতে হইত এবং থাকিলে মাশুল দিয়া চিঠি গ্রহণ করিতে হইত। পোষ্ট-মাষ্টার কাহারও বাড়ী যাইয়া চিঠি বিলি করিয়া আসিলে তাহার জন্য অতিরিক্ত ফি আদায় করিতে ছাড়িত না। এই অসুবিধা দূর করিবার জন্য বহুস্থানের লোক 'পোষ্ট-মাষ্টার জেনারেলের নিকট আবেদন করে। কিন্তু অতিরিক্ত ফি ব্যতীত চিঠি ৰিলি করিবার ভার লইতে গভর্ণমেণ্ট অস্বীকার করেন। জনসাধারণ ইহাতে সম্বষ্ট হইতে না পারিয়া এই দাবী উপস্থিত করে যে, চিঠির জন্য যে মাশুল দেওয়া হয় তাহাতেই ডাকবিভাগ চিঠি লিলি করিতে বাধা গভর্ণমেণ্ট এই দাবী উপেক্ষা করিলে বিভিন্ন সহর হইতে অনেকেই ডাকবিভাগের বিরুদ্ধে আদালতে নালিশ করিতে আরম্ভ করে। অবশেষে বিচারফল সাধারণের মতের অনুকূল হওয়ায়, ডাকবিভাগ অতিরিক্ত মাশুল না লইয়াই চিঠিপত্র বিলি করিবার ব্যবস্থা করিতে বাধ্য হয়। পার্লামেন্টের সভা মনোনীত হওয়ার সংবাদ এবং ফার্সীর হুকুম রদ হওয়ার সংবাদ পোষ্টমাষ্টারকে নিজে যাইয়া লিলি করিতে হইত। ১৬০৩ খ্ৰীষ্টাব্দের পল পোষ্টমাষ্টার ভিন্ন কাছারও নিকট হইতে ডাকবচনের জন্য ঘোড়া ভাড়া করা যাইত না। পোষ্টমাষ্টারের বেতন তখন অতি সামান্তই ছিল। কিন্তু ঘোড়া ভাড়া দিয়া তাহাদের বেশ দু’পয়সা আয় হইত। ১৭৮০ খ্ৰীষ্টাব্দে তাহাদের এই অধিকার রহিত করিয়া দেওয়া झग्न । ১৭৬৭ খৃষ্টাব্দে লগুন সছরের রাস্তার নাম ও বাড়ীল নম্বর দিবার জন্য এক আইন জারি হয়। ডাকবিভাগের সহিত ইহার প্রত্যক্ষ কোন সম্পর্ক না থাকিলেও ইহাতে ডাকবিভাগের কাজের বিশেষ সুবিধা হইয়া যায়। ইহা হইতেই ষ্ট্রীট ডিরেক্টরিরও স্বত্রপাত। এই আইনের মুখবন্ধ Preamble হইতে সেই সময়কার লণ্ডন সহরের - +来