পাতা:শিশু-ভারতী - সপ্তম খণ্ড.djvu/২৯৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

- - কলেজেরন ইতিহাস থাকিত যে গাড়ীতে চলাচল করাও আরামদায়ক ত ছিলই না ; বরং বিশেষ বিপজ্জনক ছিল। যাহারা পদব্ৰজে যাতায়াত করিত তাহাদিগকেও গাড়ীর চাকা, ঘোড়ার প৷ হইতে ছিটান জল কাদায় অস্থির হইতে হইত। সমসাময়িক ফরাসীদের রাস্তার অবস্থাও তদ্রুপই ছিল। ফ্রান্সের সম্রাট ষোড়শ লুই ও রাণী মেরী রাজ্যাভিষিক্ত শুইবার জন্য রাজধানী “প্যারি নগরী হইতে ‘রিনল সহরে শোভাযাত্রা করিয়া যাইবার সময়ের যে বিবরণ পাওয়া যায় তাহা হইতে জানিতে পারা যায় যে দশকগণ

..".اس۔ ج: جی جب۔ - EVA- - - - - - " _ - - - -- / ”、 ----. --- --- - ------ - - - - -- - * --- .سمتهاید r - - রাস্তাঘাটের এইরূপ দুর্দশা সত্বেও তাহার উন্নতিকল্পে চেষ্টা হইলে তাছার কিরূপ প্রতিকূলতা হইয়াছিল তাহা শুনিলে এখন অবাক হইতে হয়। ভাল রাস্তার প্রতি দেশের লোকের বিদ্বেষ এরূপ প্রবল ছিল যে, নূতন রাস্তা তৈরী হইলে অনেকে তাহা ব্যবহার পর্য্যস্ত করিত না। পথঘাটের উন্নতি উপলক্ষে অনেক সময় রক্তারক্তি পর্য্যন্ত চইয়৷ যাইত। পুরাতন প্রথার প্রতি মানব জাতির অহেতুক অন্ধভক্তিই ইহার কারণ। মানুষের এট মূঢ়তা যে কতদূর পৌছিতে পারে এই সম্পর্কে ডাকগাড়ী বিপদের মুখে—তুষার-ঝটিকা—১৮৩৬ গাড়ীর চাকার ও ঘোড়ার পায়ের জল কাদার ভয়ে দূর হইতে এই শোভাযাত্রা দেখিতে বাধ্য হইয়াছিল। এই জলকাদার জন্য প্যারি শহরে পোষাক বঁাচাইয়া রাস্ত পার হওয়াই দুষ্কর ছিল। এমন কি অনেকে পোষাক নষ্ট হইবার ভয়ে কাল পোষাক ও কাল মোজা পরিয়া রাস্তায় বাহির হইত। দেশের সর্বত্রই প্রায় এই অবস্থা ছিল বলিয়া অনুমান হয়। য়ুরোপের এই দুই সভ্য দেশের পথঘাটের অবস্থাই যদি এইরূপ হয়, তাছা হইলে অন্যান্য দেশের পথঘাটের অবস্থা তখন কিরূপ ছিল তাছা সহজেই অনুমেয়। --- --- ՀՆd> * তাছার আরও একটি দৃষ্টান্ত দিতেছি। যাতায়াতের সুবিধার জন্য প্রথম যখন গাড়ীর স্বষ্টি ও প্রচলন হয়, তখন তাহার বিরুদ্ধেও ঘোরতর আন্দোলন ও প্রবল বিরুদ্ধাচরণ হইয়াছিল। এইরূপ দৃষ্টান্ত আমাদের দেশেও আমরা পদে পদে দেখিতে পাই। এখানে একটি দেশীয় উদাহরণ দিবার লোভ-সংবরণ কুরিতে পারিলাম না। এক গ্রামে কোন এক ভদ্রলোক একটি নুতন পুষ্করিণী সৰ্ব্বসাধারণের পানীয় জলের সুবিধার জন্য খনন করিয়া দিলে, গ্রামের প্রবীণ মুককিরা ঐ নূতন পুষ্করিণীর জল ব্যবহার না করিয়া বহুদিনের শেওলা-পড়া দুষিত - -