পাতা:শিশু-ভারতী - সপ্তম খণ্ড.djvu/৩০২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

مسم- مميمه: r E۲چrجاسوج مخf এখানে তাহার কয়েকখানির নমুনা দিলাম। তোমরা পড়িয়া দেখিতে পার কিনা চেষ্টা করিও। হিল সাহেব দেখিলেন দেশের লোক-সংখ্যা ও ধনরস্কি হওয়া সত্বেও ডাক বিভাগের আয় দিন দিন কমিতেছে। অতিরিক্ত মাশুলই যে এই অস্বাভাবিক অবস্থার একমাত্র কারণ ইহাতে তাছার মনে আর কোন সন্দেহ রছিল না। তিনি ইহাও বুঝিলেন যে ডাক বহনের ও এই বিভাগের অন্যান্য খরচ যথাসম্ভব কমাইবার উপায় উদ্ভাবন করিতে না পারিলে, গবৰ্ণমেণ্ট কখনও মাশুল কমাইতে রাজী হইবে না। এই ধারণা হইতে তিনি প্রথমেই এই বিভাগের বায় হ্রাস করিবার পন্থা খুজিতে লাগিলেন। তখন চিঠির মাশুল অগ্রিম দিতে হইত না বলিয়া, কত মাশুল আদায় হইবে তাeার একটা হিসাব রাখিতে হইত ; ইহাতে অনেকটা সময় নষ্ট হইত এবং খরচও অধিক পড়িত। দ্বিতীয়ত: চিঠি বিলি করিবার সময় মাশুল আদায় করিতেও ডাকপিওনদের অনেক সময় যাইত । তৰ্জ্জন্ত পিয়নের সংখ্যাও বেশী ছিল আবার দূরত্ব অনুসারে চিঠির মাশুল আদায় করিতে হইত বলিয়া তাহারও পৃথক হিসাব রাপিতে হইত। এই জন্যও অতিরিক্ত লোকের আবশ্যক হইত। দেখিলেন, সব জায়গায় চিঠির মাশুল একরূপ নির্দিষ্ট হইলে এবং তাছা অগ্রিম দিবার ব্যবস্থা s-- তিনি অস্পষ্ট ঠিকানা করিলে, অনেক কম সংগাক কৰ্ম্মচারী দ্বারা কাজ চলিতে পারে এবং ফলে খরচেরও অনেক সাশ্রয় হইতে পারে। তিনি হিসাব করিয়া প্রমাণ করিয়া দেন, দুরের চিঠি বহন করিবার জন্য খরচ খুব বেশী ૨૭૭8 - - পড়ে না এবং এক পেনি খরচেই ইংল্যাণ্ডের যে কোন স্থানে চিঠি পাঠান সম্ভব। এই সময়ে ( ১৮৩৭ খু: ) ঘোড়ার গাড়ীর পরিবর্তে রেলে ডাক যাতায়াত আরম্ভ হওয়ায় ছিল সাহেবের САРt SтAuк Ек м•dhouse turu Tramore ঠিকান পড় দেখি ? আন্দোলনের পক্ষে সুলিপা পটে । প্রধান কৰ্ম্মকৰ্ত্তাগণ ছিল সাহেবের সংস্কার প্রস্তাবের ডাকবিভাগের লিশেষ বিরুদ্ধাচরণ করিয়াছিলেন। তাহাদের আপত্তির দু' একটি নমুনা এখানে উল্লেখ করা যাইতে পারে :– সেই সময় যুক্তরাজ্যে ৪ কোটী ২০ লক্ষ চিঠির মাশুল আদায় হইত। ইহা হইতে যে পরিমাণ আয় কষ্টত, এক পেনি মাশুল হইতে সেই পরিমাণ আয় হইতে চুইলে ৪৮ কোট চিঠির দরকার। তাহারা বলিতে লাগিলেন—এত চিঠি কখনো হইবে না, আর হইলেও প্রতিদিন যে পরিমাণ চিঠি হইবে তাহা ধরিতে পারে এমন কোন পোষ্টাফিস নাই। অধিকন্তু কৰ্ম্মচারীগণও কাজ করিয়া কুলাইতে পারবে না। আবার কেহ কেহ বলিলেন অগ্রিম মাশুল দেওয়া ইংরাজ জাতির প্রকৃতিবিরুদ্ধ— তাহারা ইহাতে কোন মতেই রাজী হইবে না। ডাক বিভাগের কৰ্ম্মচারীগণ ভীত হইলেও দেশের লোক সংস্কার প্রস্তাবের সমর্থনই করিতে লাগিল এবং পরিশেষে পার্লামেণ্টও ছিল সাহেবের প্রস্তাবগুলি অনুমোদন করিল। এই পরিবর্তন সৰ্ব্বসাধারণের নিকট সহনীয় করিবার জন্য মাশুল হঠাৎ একেবারে এক পেনি না করিয়াসেই সময়কার गदर्ट निग्न मां उन 8 ८°नि शांपैं; कद्रा श्म । देशद्र - -