পাতা:শিশু-ভারতী - সপ্তম খণ্ড.djvu/৩০৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

--- মৃত্যুর পর স্বর্গে যাইয়াও সেখানকার দ্বাররক্ষক সেণ্ট পিটারকে, সেখানে দিনে কয়বার চিঠি বিলি হয়, স্বর্গ ও অন্যান্ত স্থানের মধ্যে ডাক কি করিয়া যায় এবং তাছার খরচ কিরূপে নিৰ্ব্বাহ হয় ইত্যাদি জিজ্ঞাসা করিবেন ; এবং এই সব খবর না লইয়া স্বর্গেও প্রবেশ করিবেন না।" भूहेtका চিঠির সংখ্যা स्त्रीप्र

        • *, *, *, * * * *,»b, ... - - *tr: *** - > *.*.*, *, * * * *, --, --- 에l: :itי "-", "א,י *******=२१,२ 84 שג :II" "י"י 8,ל •••,• •,• *,s• -נולוג ***७ इ*८ट *****tफ़ *२,**,••,*** リー

উল্লিখিত তালিকার প্রতি দৃষ্টিপাত করিলে আমরা দেখিতে পাই যে ১৮৪৭ খৃষ্টাব্দে 'পেনি সেকালের রিটাড়ি অফিস্ পোষ্টেজ' প্রবর্তনের বংসর চিঠির সংখ্যা পূৰ্ববৰ্ত্তী বংসল অপেক্ষা দ্বিগুণের অধিক হইয়াছিল। আয় পুল্লবস্তী বৎসর অপেক্ষা অনেক কমিয়া গিয়াছিল। চিঠিল সংগা প্রতি বৎসর এরূপভাবে বৃদ্ধি পাইতে পাকে যে তাহার ফলে ১৮৬৪ খৃষ্টাব্দে পেনি পোষ্টেজ ইষ্টতেই ডাক বিভাগের আয় পূৰ্ব্ব আয় অপেক্ষ ১ লক্ষ পাউও অধিক হয়। পূৰ্ব্বে যেখানে সৰ্ব্বসাধারণের নূনকল্পে ৪ পেনি উদ্ধকল্পে - শিশু-জ্ঞাৰুতী - ১৫ পেনি মাগুল দিতে হইত, সেখানে ছিল সাহেবের কল্যাণে সকলকে মাত্র ১ পেনি দিতে হইলেও আয়ের ঘাটতি আর রহিল না। ১৮৬৪ খৃষ্টাব্দে ছিল সাহেব অবসর গ্রহণ করিলে দেশের লোকের কৃতজ্ঞতার চিহ্নস্বরূপ পার্লামেন্ট তাহাকে বিশ হাজার পাউণ্ড এককালীন দান করেন এবং তাহার পদের পূরা বেতন বার্ষিক ২••• পাউও পেনসন মঞ্জর করেন। এতদ্ব্যতীত সম্রাট তাহাকে 'নাইট উপাধিতে ভূষিত করেন। তিনি ডাকবিভাগে যে সব সংস্কার সাধন করিয়াছিলেন তাছা নিম্নে সংক্ষেপে উল্লেখ করা যাইতে পারে : ( ১ ) পেনি পোষ্টেজ প্ৰবৰ্ত্তন। ( ১ ) টিকিট দ্বারা অগ্রিম মাশুল আদায়। ( ৩ ) বুক পোষ্ট প্রণার প্রবর্তন। ( s ) পোষ্ট্রাল সেভিংস বাঙ্কের প্রতিষ্ঠ। ( ) মনিঅৰ্ডার কমিশন ও রেজিষ্ট্রেশন ফিস কমান । ( ৬ ) ফ্রাকিং প্রথা (franking) রহিত করা। ডাক-বিভাগের এই পরিবর্তনের সঙ্গে সঙ্গেই পাল-পরিচালিত অর্ণবপোতের পরিবর্তে লাম্পচালিত স্থল ও জলযানের প্রবর্তন ও টেলিগ্রাফের আবিষ্কার ও প্রচলন হু ওয়ায় এই বিভাগের উন্নতি অধিকতর দ্রুত হওয়া সম্ভবপর হইয়াছিল। শিক্ষার উন্নতি, বাণিজ্যের প্রসার এবং বৃটিশ রাজত্বের বিস্তারে এই বিভাগ যেরূপ সাহায্য করিয়াছে, সেইরূপ আবার ইহাদের সাথে সাথেই এই বিভাগেরও উন্নতি সহজসাধ্য হইয়াছে। বিগত কয়েক লংসরের মধ্যে বিস্ময়কর বৈজ্ঞানিক আবিষ্কারের ফলে পৃথিবীর এক প্রাস্ত হইতে অপর প্রান্তে, আটলান্টিক মহাসাগরের এপার হইতে ওপারে, কয়েক মিনিটের মধ্যে সংবাদ প্রেরণ করা সম্ভবপর হইয়াছে। উড়ো জাহাজের কল্যাণে চিঠিপত্র অসম্ভব রকম অল্প সময়ের মধ্যে দেশদেশাস্তরে পাঠান যাইতেছে। এই সব আধুনিক উন্নতির কথা আজ আর কাহারও অবিদিত নাই। বিগত এক শতাব্দীর ভিতর খুব দ্রুত উন্নতি সাধিত হইয়া থাকিলেও এই বিভাগের মূলনীতি বা কাৰ্য্যপ্রণালীর আর বিশেষ কোন পরিবর্তন এই সময় गटश इग्न नाशे । وينئ ئR لم- مــمـــــمـه