পাতা:শিশু-ভারতী - সপ্তম খণ্ড.djvu/৩১১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শু্যামকেশ ও মালগল্প জীপপুঞ্জ হইতে আরম্ভ হইয়াছে। সিঙ্গাপুর রাবার চাষের জঙ্ক বিখ্যাত। ১৯৭৯ পৃষ্টাব্দে হইতে খামে রাবারের চাষ আরম্ভ হইয়াছে। পূৰ্ব্বে উত্তর খামের পাৰ্ব্বত্য বনভূমে পাহাড়িয়াগণ এক নিকৃষ্ট জাতীয় রাবার সংগ্ৰছ করিয়া আনিত। তাছাই ব্যবসায়ীরা কিনিয়া লইত। ঐ রাবার ছিল ফিকাস (Ficus) জাতীয়। ইচাদের বাড়ন্ত ছিল বড় কম। সে সময়ে খাম রাজ সরকার কোন কোন অঞ্চলে हेर् निश्फूभित्ड डाल श्य, ८कान छाडौ हेकू फैक्र প্রস্তরময় বা লোহিতবর্ণের মৃত্তিকায় ভাল জন্সিয়া থাকে। খামদেশে এক সময়ে গোযানের পূর্বই প্রচলন ছিল, এখনও আছে। কোন দেশ হইতেই একেবারে প্রাচীনের স্মৃতি অল্প সময়ের মধ্যে যুছিয়া যাইতে পারে না। শ্যাম দেশেও যায় নাই, এই দেশের সাৰ্ব্বত্র এখনও গরুর গাড়ী চলে। আগ মাড়াই রাবারের চাষ হইতে পারে তাহার একটা জরিপ করিলেন এবং উৎরষ্ট পারা (Para) জাতীয় রাবারের চাষ আরম্ভ করিলেন তাহারই ফলে বড় একর জমিতে আজকাল রাবারের চাষ চলিতেছে। ইক্ষুর চাষও এখানে বেশ প্রসিদ্ধ। আমাদের দেশে যেমন মাটির ভীড়ে করিয়া ইক্ষুর রস লইয়া পরে জাল দিয়া গুড় তৈরী করা হয়। এ দেশে ইঙ্গু হইতে চিনি ও গুড় দুই-ই প্রস্তুত হইয়া থাকে। এখানে নানা জাতীয় ইক্ষু আছে। কোন জাতীয় --- --**-- २७१S শামদেশে বিবিধ বৌদ্ধধৰ্ম্মানুযায়ী উৎসব থাকিলেও এাহ্মণ্য ধৰ্ম্মের অমুরূপ উৎসবও আছে অনেক । এদেশে শিশুদের জন্ম সময় হইতে ব্ৰাহ্মণ পুরোহিতদের দ্বার নানারূপ উংসব সম্পন্ন হইয়৷ থাকে। যেমন শিশুর নামকরণ, শিশুর প্রথম স্থাটা, প্রথম কথা বলা, কাপড় পর, কর্ণ-বেধ, চুলকাটা, উপবীতধারণ প্রভৃতি নানা কৰ্ম্মে বেশ ঘটা করিয়া কাজ হয়। তারপর বিবাহ ইত্যাদি উৎসৰ তো আছেই। এক সময়ে এই বৃহত্তর ভারতের সৰ্ব্বত্র ব্রাহ্মণদের এই সব কাৰ্য্যাদি সুচারুরূপে