পাতা:শিশু-ভারতী - সপ্তম খণ্ড.djvu/৩৩১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

o-o-o-o-o-o দৌহিত্র সিংহবাহু রাঢ় প্রদেশের সিংহপুর নামে এক নগর স্থাপন করিয়া তথায় রাজত্ব করিতেন। র্তাহার জ্যেষ্ঠ পুত্র বিজয়সিংহ অত্যন্ত দুর্দান্ত হইয়া উঠিয়াছিলেন। তিনি লোকজনের প্রতি অত্যন্ত অত্যাচার করিতেন। প্রজার রাজা সিংহবাহুর নিকট বিজয়ের অত্যাচারের কথা জানাইলে, বিজয়সিংহের শোভাযাত্রা সিংহবাহু বিজয়কে রাজ্য হইতে বাহির করিয়া দেন। বিজয়সিংহ আপনার অনুচরগণকে লইয়া, অনেকগুলি জাহাজ সমুদ্রবক্ষে ভাসাইয়া দিলেন। সমুদ্রের উত্তাল তরঙ্গ মধ্যে ভাসিতে ভাসিতে বিজয়ের জাহাজ সকল কোন কোন দ্বীপে আসিয়া লাগিল। আবার সেখান হইতে তাহারা ক্রমে ক্রমে দক্ষিণমুখে ভাসিতে ভাসিতে লঙ্কাদ্বীপে গিয়া 鄰→ AASAASAASAASAASAASAASAASAASAAAS gBS বাঙ্গ-লালুর কথা পহু’ছিল। বিজয়সিংহ ও র্তাহার অনুচরেরা লঙ্কাদ্বীপে নামিয়া তাহা অধিকার করিয়া লইলেন। লঙ্কাদ্বীপের তাম্রপণী নগরে বিজয় রাজধানী স্থাপন করিয়া রাজত্ব করিতে আরম্ভ করিলেন। ক্রমে লঙ্কাদ্বীপের অনেক উন্নতি হইতে লাগিল। বিজয়ের পর তাহার ভ্রাতুপুত্র পাণ্ডুলাস বাঙ্গালা হইতে লঙ্কায় গিয়া সিংহাসনে বসিয়াছিলেন। পাণ্ডুবাসের বংশ অনেকদিন পর্যন্ত লঙ্কায় রাজত্ব করে। এই সিংহবংশের নামানুসারে লঙ্কার সিংহল নাম হয়। ভারতবর্ষের মানচিত্রের দক্ষিণে তোমরা যে ডিম্বাকার সিংহল দ্বীপের চিত্ৰ দেখিতে পাইয়া থাক, উতাই সেই বিজয়সিংহের লঙ্কাদ্বীপ। বিজয়সিংহের লঙ্কাজয় হইতে তোমরা জানিতে পারিতেছ যে বাঙ্গালী তখন জাহাজ নিৰ্ম্মাণ করিতে জানিত ও জাহাজে চড়িয়া দেশ বিদেশেও যাই ত। বাঙ্গলায় বৌদ্ধধৰ্ম্মের প্রচার যে সময়ে বিজয়সিংহ লঙ্কা জয় করেন, সেই সময়ে একটা নূতন ধৰ্ম্ম ভারতবর্ষে প্রচারিত হইতেছিল। তাহার পর তাহা দেশ বিদেশেও বিস্তৃত হয়। এই ধৰ্ম্মের নাম বৌদ্ধ ধৰ্ম্ম, যিনি এই ধৰ্ম্ম প্রচার করিয়াছিলেন, তাহার নাম গৌতম বুদ্ধ। গৌতম বুদ্ধের পূর্বেও বৌদ্ধ ধৰ্ম্ম এদেশে ছিল, কিন্তু তাহা এত প্রবল হইতে পারে নাই। নেপালের দক্ষিণে কপিলবস্তু নগরে শাকাবংশীয় রাজা শুদ্ধোদনের সিদ্ধার্থ নামে এক পুত্র জন্মে, তিনিই গৌতম বুদ্ধ নামে প্রসিদ্ধ। সিদ্ধার্থ রাজপুত্র হইয়াও মুখভোগে তৃপ্তি লাভ করিতে পারেন নাই। তিনি রোগ, শোক, জরা, মৃত্যুর দুঃখ নিবারণের উপায় স্থির করিবার জন্ত সংসার ত্যাগ করিয়া তপস্যায় রত হন । তাহার পর জ্ঞান লাভ -- - - -- →→→料