পাতা:শিশু-ভারতী - সপ্তম খণ্ড.djvu/৩৩৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শিশু-ভারতী যায়। বাঙ্গলাদেশের অনেক স্থান হইতে ঐ সকল মুদ্র আবিষ্কৃত হইয়াছে। মগধ গুপ্ত রাজগণের প্রধান স্থান হইলেও শেষে র্তাহীদের বংশের কোন কোন রাজা অন্যান্য স্থানেও রাজা স্থাপন করিয়াছিলেন। অামাদের বঙ্গদেশে ও গুপ্ত রাজবংশের রাজা স্থাপিত হয়। সে সময়ে বঙ্গদেশ গৌড়দেশ নামে অভিহিত হইত। এই গৌড়দেশের কর্ণ স্ববর্ণ রাজ্যে শশাঙ্গ নামে গুপ্তবংশীয় এক রাজা রাজত্ব করিতেন। তাহার রাজধানী কর্ণসুবর্ণ হইতে রাজ্যের ও সেই নাম হয়। কর্ণসুবর্ণ নগরের চলিত নাম ছিল কাণসোণা, বৰ্ত্তমানে তাহাকে রাঙ্গামাটি বলে। রক্তমৃত্তি নামে সঙ্ঘারাম বা বৌদ্ধ সন্ন্যাসীদের আশ্রম হইতে উহার নাম রঙ্গামাটি হইয়াছে। রাঙ্গামাটি মুর্শিদাবাদ জেলায় অবস্থিত। কেহ কেহ বলেন শশাঙ্কের নরেন্দ গুগু বা নরেন্দ্রাদিত বলিয়া আর একটি নামও ছিল। শশাঙ্ক অতান্ত পরাক্রান্ত হইয়া অনেক দেশ জয় করিয়াছিলেন । সেই সময়ে দিল্লীর নিকট থানেশ্বর প্রদেশে রাজ্যবৰ্দ্ধন নামে এক রাজা ছিলেন। শশাঙ্ক তাহাকে নিহত করেন। রাজ্যবৰ্দ্ধন একজন পৌদ্ধ নরপতি। এইরূপ বলা হইয়া থাকে যে, বৌদ্ধদের সহিত বিবাদ হওয়ায় গয়ায় যে বোধিতরু নামে অশ্বখ বৃক্ষের মূলে গৌতম বুদ্ধ জ্ঞান লাভ করিয়াছিলেন, শশাঙ্ক তাহা নষ্ট করিয়া ফেলেন। কিন্তু তাহার রাজা মধ্যে যে সকল বৌদ্ধ আশ্রম ছিল, তাহা তিনি নষ্ট করেন নাই। তাহার রাজধানী কর্ণসুবর্ণ নগরে রক্তমৃত্তি প্রভৃতি সঙ্ঘারাম বিদ্যমান ছিল। শশাঙ্ক অবশেষে রাজ্যবৰ্দ্ধনের ভ্রাতা হর্ষবৰ্দ্ধনের নিকট পরাজিত হইয়াছিলেন। হৰ্ষবৰ্দ্ধন আবার দাক্ষিণাত্যের চালুক রাজ পুলকেশীর নিকট পরাজিত হইয়াছিলেন। - — ૨૭ જ8 হর্ষবৰ্দ্ধন উত্তর ভারতের একচ্ছত্র সম্রাট হইয়াছিলেন। শশাঙ্কের প্রচলিত মুদ্রাও আবিষ্কৃত হইয়াছে। শশাঙ্ককে হিন্দু শৈল বলিয়া জানা যায়। বৌদ্ধ বিশ্ববিদ্যালয়ে বাঙ্গালী রাজপুত্র বিশ্ববিদ্যালয় কাহাকে বলে তাঙ্গা লোধ হয় তোমরা জান। যেখানে ছাত্রগণ উচ্চশিক্ষা লাভ করে, তাতাকে বিশ্ববিদ্যালয় বলে। আমাদের বঙ্গদেশে কলিকাতা ও ঢাকা এই ; দুই স্থানে বিশ্ববিদ্যালয় আছে। সেকালে মগধে একটি প্রসিদ্ধ বিশ্ববিদ্যালয় ছিল। তাঙ্গার নাম নালন্দা। পাটনা হইতে কয়েক ক্রোশ দূরে গঙ্গার স্থান লাঙ্গির ইয়াছে। মাটির তলে তাহার অনেক চিন্ত পাওয়া গিয়াছে। এই নালন্দা বিশ্ববিদ্যালয়ে, পৌদ্ধধৰ্ম্ম শাস্ত্র পড়ানো হইত। এখানে অনেক অধ্যাপক ছিলেন। নালন্দায় দেশ–পিদেশ হইতে দলে দলে ছাত্র আসিয়া পৌদ্ধ দৰ্ম্মশাস্ত্র অধায়ন করিত। এমন কি ; চীন প্রভৃতি দেশ হইতেও ছাত্র আসার কথা জানা যায়। এই নালন্দা বিশ্ববিদ্যালয়ে, বঙ্গদেশের সমতট রাজ্যের এক রাজপুল অধ্যয়ন করিতে আসিয়া ক্রমে তাহার অধ্যক্ষ পর্য্যন্ত হইয়াছিলেন। যিনি এইরূপ গৌরব লাভ করিয়াছিলেন র্তাহার নাম শীলভদ্র ৷ শীলভদ্র নানাদেশ পরিভ্রমণ করিয়া, নালন্দায় আসিয়া তথাকার অধ্যক্ষ ধৰ্ম্মপালের নিকট বৌদ্ধ ধৰ্ম্মশাস্ত্র অধ্যয়ন করিতে আরম্ভ করেন। তিনি ছাত্র অবস্থায়ই একজন দিগ্বিজয়ী পণ্ডিতকে পরাজিত করিয়া সেই দেশের রাজার নিকট হইতে একটি নগর পুরস্কার পাইয়াছিলেন। কিন্তু তাহার আয় নিজে গ্রহণ না করিয়া বৌদ্ধ সন্ন্যাসীদের জন্য একটি আশ্রম বা সঙ্ঘারাম স্থাপন করিয়া সেই অর্থ - +→→→来 -o-o: