পাতা:শিশু-ভারতী - সপ্তম খণ্ড.djvu/৩৫২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

来→→ ----------------------- fخelse۹-و 聚> জল ও মৃত্তিক লইতে বলে। তারপর তাছার পারসিকদের বাধা প্রদান করিবার জন্ত প্রস্তুত হইতে আরম্ভ করে। চারিদিকে সাজ সাজ রব পড়িয় যায়। ইরেটিয়ার পতনের সংবাদ পাইবা মাত্র এথেন্সের লোকেরা একজন দ্রুতগামী পত্রবাষ্ঠীকে স্পার্টায় সাহায্য প্রেরণের জন্ত পাঠায় । স্পার্টানরা কিন্তু বলিয়া পাঠায় যে তাছার সাহায্য পাঠাইতে বাধ্য এবং নিশ্চয়ই অবিলম্বে সাহায্য পাঠাইত—তবে পূর্ণিমা না পার হইলে তাঙ্কার সৈন্য প্রেরণ করিয়া অ ধৰ্ম্ম করি তে পারে না । চতিমধ্যে এপেনীযে়েলা পারসিকদের আক্রমণ প্রতি চ ত করিবার জন্ত নারীপনের দিকে অগ্রসর कुश । ठf :f ... " প্রধান সে না পতি ছিলেন ক্যালিমেকাস ( Callimachus ) এবং তাছার অধীনে আরও দশজন সেনাপতি ছিলেন। এই সেনাপতিদের মধ্যে সৰ্ব্বাপেক্ষা চতুর ও কৌশলী ছিলেন মিলটিয়াডিস্ (Miltides) সৰ্ব্বসন্মতিক্রমে তাহার চাতেই সৈন্যচালনার ভার দেওয়া হয়। স্পার্টার উত্তর শুনিয়া এথেনীয়েরা যদিও অনেকটা দমিয়া গিয়াছিল, মিলটাইডিস তাহাদিগের প্রাণে উৎসাহ ও উদ্দীপনার সঞ্চার করেন। সৌভাগাক্রমে এই সময় প্লেটিয়ারাজা ইষ্টতে একদল সৈন্ত তাহদের সাহায্যার্থে আসে । মারাথনের যুদ্ধ গ্ৰীক ইতিষ্ঠাসের সর্বাপেক্ষা গৌরবের কাহিনী। পারস্তরাজের সৈম্ভের গ্রীকদের আক্রমণ সহ করিতে পারিল না। ছত্রভঙ্গ হইয়া যুদ্ধক্ষেত্র হইতে পলায়ন করিয়া তাহারা তাছাদের জাহাজে আশ্রয় লয়। যুদ্ধপোতগুলি -


ৱতী এথেন্সের অভিমুখে রওনা হয় উদেশ্ব অতর্কিত ভাবে আক্রমণ করিয়া এথেন্স দখল করা। কিন্তু এথেনীয়ৰীরেব ইতিমধ্যে এথেন্সে আসিয়া উপস্থিত হইয়া নগররক্ষা করিবার জন্ত প্রস্তুত হয়। ইহা দেখিয়া পারসিকেরা আর এথেন্স আক্রমণ না করিয়া দেশে প্রত্যাবর্তন করে। এবারকার মতন গ্রীস পাবন্তরাজের হাত হইতে নিস্তার পায়। মারাথন যুদ্ধের ফলে গ্রীস সাময়িক ভাবে পারস্তের হার হইতে নিস্তার পায়। দারয়বোস গ্রীকদেবী--দিমেতার বা জননী পৃথিবী কিন্তু কিছুতেই দমিলেনা। গ্রীস জয় করিবার জন্স পুনরায় তিনি অভিযান পাঠাইতে মনস্থ করিলেন। কিন্তু তাঙ্গ কর্ঘ্যে পরিণত করিবার পূর্বেই ষ্টাচার मृङ्गा কয় | এই সময়ে গ্রীসে ঈজিন (Aegina) ছিল নৌশক্তিতে সব চাইতে বড়। তাছার সঙ্গে এথেন্সের বিশেষ সস্থাব ছিল না। নানা কারণে এই দুই রাজ্যের মধ্যে যুদ্ধ বাধিয়া উঠে। ঈজিনার সঙ্গে আঁটিয়া উঠিতে হইলে এথেন্সের দরকার নৌশক্তি বুদ্ধি করা। কাজেই থেমিষ্টক্লিসের (Themistocles) পরামর্শে অনেক নূতন যুদ্ধের জাহাজ তৈয়ারী করা হইল। جمجه هستم هجههصمه ۹۹ “来