পাতা:শিশু-ভারতী - সপ্তম খণ্ড.djvu/৩৫৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

リエー হজ শব্দের অর্থ তীর্থ। আল্লাছ কোরআনে বলিয়াছেন : "যে প্যক্তির হজে যাইবার “এ সঙ্গতি আছে, তাছার পক্ষে ইজ অবহু কৰ্ত্তব্য।” ধৰ্ম্মের সহিত সংশ্লিষ্ট প্রাচীন কীৰ্ত্তি ও স্মৃতি গুলি পরিদর্শন করাকেট তীর্থ বলা হয়। প্রত্যেক ধৰ্ম্মই তীর্থ দৰ্শনকে ধৰ্ম্মের অঙ্গ বলিয়া নির্দেশ করিয়াছে । আরব দেশে মক্কা ও মর্দান নামে দুইটী প্রসিদ্ধ স্থান আছে। এই দুইটী স্থানই হজরং মোহাম্মদের জীবনের কৰ্ম্মক্ষেত্র । মক্কায় তাহার জন্ম হয মদীনায় मृङ्ख्या झ्म्न। মক্কা শরীফে ‘কাবা’ নামে একটী বহু প্রাচীন উপাসনাগৃহ আছে। এই গুহকে বয়তুল্লাহ বা আল্লার ঘর বলা হয় । মক্কার পূর্বদিকে প্রায় ১২ মাইল দূরে আরাফা (Arafa) নামক একট প্রান্তর আছে। এই প্রাস্তরে নমাজ পড়া এবং কাবার ঘরে নমাজ পড়া ও তোয়াফ (প্রদক্ষিণ) করাকেই সাধারণতঃ হজ, বলা হয়। তোমরা জান কারণ ব্যতীত কার্য্য হয় না। সুতরাং কাবার দরে ও আরাফার মাঠে নামাজ পড়া মোছলমানের অবখ্য কৰ্ত্তব্য কেন তাহার কারণ জিজ্ঞাসা করিতে তোমাদের অবশুই কৌতুহল হইতেছে। তোমবা আদি মানব হজরত আদম ও বিৰি চাওয়ার কথা শুনিয়াছ। কোর-আন বলিতেছে “যগণ আল্লাহ তাঙ্গার ফেরেস্তা ( দূত) গণকে বলিলেন ‘আমি পৃথিবীতে প্রতিনিধি স্থাপন করিব তখন ফেরেস্তাগণ পলিলেন যে পৃথিবীতে ঝগড়া বিবাদ করিবে, রক্তপাত করিবে, আপনি তাহাকে পুথিবীতে স্থাপন করিতে ইচ্ছা করিয়াছেন ? আমরাই আপনার গুণগান ও প্রশংসা করিব। তখন আল্লা, বলিলেন ‘আমি যাছা জানি তাহা তোমরা জান না।’ এই বলিয়া তিনি আদমকে প্রতিষ্ঠিত করিলেন। অত:পর তাহাকে কতক গুলি দ্রব্যের নাম শিখাইয়া তাহাকে বলিলেন ‘তুমিও তোমার স্ত্রী স্বর্গে অবস্থান কর, এবং যাহা ইচ্ছা তাছাই ভক্ষণ কর, কিন্তু "এই বৃক্ষের নিকট যাইও না ; তাছা হইলে তোমাদের অধ:পতন হইবে।”