পাতা:শিশু-ভারতী - সপ্তম খণ্ড.djvu/৩৮০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

* ---

  • : ****

যাই হোক, অবশেলে জ্যাকের কাকুতিতে বিগলিত হয়ে রমণী তাকে আশ্রয় দিলেন এবং s ) - o nitro - "ff" - ol. o,. শিমগছ বেয়ে নিজের ব উী এসে পৌছল তাকে একটা অব্যবহৃত জিনিসপত্র-বোপাই ঘরেব মপে লুকিয়ে রপলেন । চার দৈত্য যথাসময়ে ফিরে এল। আগুনের পাশে বসে শীত নিবারণ করতে করতে দৈত্য হুঙ্কার দিয়ে উঠল—“ফী-ফো-ফাম । আজো যে আবার মামুসের রক্তের গন্ধ পচ্ছি! এর মানে কি ?” তার স্ত্রী তাকে বললেন—“তোমার অনুমান স্কুল। মাছুয কোথাও নেই।” দৈত্য স্ত্রীর কথা বিশ্বাস ক’রে আহার করতে বদল। ভোজন-পৰ্ব্ব শেষ হলে সে বললে—“আমার টাকার থলিগুলি নিয়ে এসে।” জ্যাক বিস্ময়-পিঞ্চারিত চোখে দেখতে লাগল, একটা থলি থেকে বেরুচ্ছে কেবল মোহর, আদ্য থলি থেকে রূপার টাকা । কিছুক্ষণ ধরে দৈত্য টাকাগুলো নিয়ে খেলা করলে, তারপর তাদের থলির মধ্যে ভ'রে থলি দুটো পাশে রেখে ঘুমিয়ে পড়ল। --- - - - - - - - - - - শিশু-ভারতী সময় বুঝে জ্যাক তার গুপ্তস্থান থেকে বেরিয়ে থলি ছুটে নি:শব্দে উঠিয়ে নিয়ে পলায়ন করলে। শিমগাছের কাছে এসে সে ছাপিয়ে পড়ল। থলি দুটে ভীষণ ভারী ; তাদের নিয়ে গাছ বেয়ে নেমে যাওয়া সম্ভবপর নয় ; তাই সে থলির মুগ খুলে টাকাগুলো বাগানের মধ্যে ঢেলে দিলে তারপর তবুতর করে মেলে এল। তার মা গাছের তলায় তারই অপেক্ষায় দাড়িয়েছিলেন। ছঠং ধনঞ্জন শব্দে তার মাপায় টাকার বৃষ্টি পড়তে লাগল। শৃঙ্গ আকাশ থেকে ঝরঝর করে পুষ্টির মত টকা ঝরে পড়তে দেখে プャー আজো যে আবার মানুষের রক্তের গন্ধ পাচ্ছি প্রথমে তিনি বিস্ময়ে হতভম্ভ হয়ে গেলেন, তারপর ছেলেকে দেখে এবং তার মুখে ব্যাপার শুনে তার আনন্দ এবং মুখের অবধি রইল না। তারপর তিন বছর জ্যাক আর শিমগাছের ওপর উঠল না। কিন্তু তিন বছর পরে তার মন আবার উস্থুস করতে লাগল-আর-একবার সে সেই দৈত্য-পুরীতে হান দিতে চায়! তার স.র শুনে তার মা ভয় পেলেন এবং তাকে অনেকবার বরণ করলেন, কিন্তু সাহসী ছেলে জ্যাক তার মাকে আশ্বস্ত ক'বে অন্ত-একটি ছদ্মবেশ পরে २१७8 • * * *