পাতা:শিশু-ভারতী - সপ্তম খণ্ড.djvu/৩৮১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

জ্যাক ও শিমগাছের কাহিনী পরদিন প্রতৃষে আবার শিমগাছে আরোহণ করলে । সন্ধ্যার সময় রক্ষসের বাড়ীর স্বমুখে পৌছে সে দেখলে, সেই রমণী ঠিক তেমনিভাবে দরজার কাছে দাড়িয়ে আছেন। ছদ্মবেশী জ্যাককে তিনি চিনতে পারলেন না, তার কারভেজ বণ্ঠের মিনতিপূর্ণ কথায় বুলে তাকে বাড়ীর মধ্যে নিয়ে গেলেন এবং -- . ."


س ----

কিছুক্ষণ ধরে দৈত্য টাকাগুলো নিয়ে খেলা করলে অম্বাস্তবারের মত এবারও তাকে একটি প্রকাণ্ড উচুলের মধ্যে লুকিয়ে রাখলেন । જૈis আগেরই মত রাত্রে দৈত্যরাজ বাড়ী এসেই গজ্জন ক’রে উঠল—“ফী-ফো-ফাথ ! আমি আজ আবার নর রক্তের গন্ধ পাচ্ছি।” এই বলে সে চতুর্দিক খুঁজতে লাগল। ভয়ে জ্যাকের বুকের রক্ত বরফ হয়ে যাবার উপক্রম ছ'ল, এইবার বুলি সে ধরা পড়ে যাবে এবং তাহলে আর রক্ষা নেই! কিন্তু সৌভাগ্যক্রমে দৈত্য জ্যাকের গুপ্তস্থানের কাছে গিয়েও তাকে দেখতে পেলে না। ২৭৩৫ অtহারাদি শেষ ক'রে দৈত্য তার স্ত্রীকে তার প্রিয় ৰীণাটি নিয়ে আসতে বললে। জ্যাক দেখলে, দৈত্য-পত্নী একটি অতি স্থঃখ বীণা এনে স্বামীর সামনে রাখলেন। দৈত্য বীণাকে আদেশ করলে— “বীজে ।” অমনি সেই বাদ্য যন্ত্রের ভিতর থেকে 六ー ፵፰ y \. o | I হঠাৎ লম্ঝন শব্দে তার মাথায় টাকার বৃষ্টি পড়তে লাগল অপুৰ্ব্ব সঙ্গীতের সুর নির্গত হ’তে লাগল। সেই সুর শুনতে শুনতে দৈত্য সুমিয়ে পড়ল । তখন জ্যাক উকুন থেকে বেরিয়ে এল। এই আশ্চর্য বীণ-যন্থটি তার চাই ] কাছে গিয়ে সে বীণটি স্কুলে নিলে। কিন্তু সে-বীণটি ছিল মন্ত্রঃপূত ; জ্যাক তাকে ছাতে তুলে নিতেই সে উচ্চৈঃস্বরে ডেকে উঠল—“কৰ্ত্তা, কৰ্ত্ত, জাগুন। আমাকে নিয়ে যাচ্ছে ।” দানদের ঘুম ভেঙ্গে গেল। পলায়নরত জ্যাককে দেখে সে হুঙ্কার দিয়ে উঠল—“ওরে সয়ভান ! তুই-ই তাহলে আমার মুরগী আর টাকা নিয়েছিল ! এখন আমার বীণা নিয়ে পালাচ্ছিস । দাড়া, তোকে ধরে আমি জীবস্তে চিবিয়ে খেয়ে ফেলবো।” এই বলে দৈত্য জ্যাকের পিছু পিছু ধাবিত ફ”ન I প্রাণপণে ছুটতে ছুটতে জ্যাক শিমগাছের ---