পাতা:শিশু-ভারতী - সপ্তম খণ্ড.djvu/৩৮২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শিশু-ভারতী ---- কাছে এসে ক্ষিপ্রবেগে নেমে পড়ল। নীচে নেমে সে দেখলে, তার মা তার লিপদের আশঙ্কা ক’রে দরজার কাছে দাড়িয়ে কঁপিছেন। উচুনের মধ্যে লুপিয়ে রাখলেন জ্যাক বললে—“মা, আমি এসেছি। বেদে না। চট করে আমায় একটা কুড়ুল এনে и (8 (?" মাথার উপর প্রচণ্ড শব্দ হচ্ছে । দৈত্য গাছ বেয়ে পাচে নামছে । কুণ্ডল হাতে গিয়ে জ্যাক শিনগাছের কাছে গিয়ে দু-তিন কোপে তার গোড়া কেটে ফেললে । সঙ্গে সঙ্গে হুডমুণ্ড ক’রে রাক্ষসট উচু থেকে মাটিতে আছাড় পেয়ে পড়ল । পড়বার সময় তার মাথtট ছিল নীচের দিকে, তাইতে তার মাথায় এমন সাংঘাতিক আঘাত লাগল যে সে তৎক্ষণাৎ পঞ্চয় (2|श्रृं इ"ल । তখন জাকের আনন্দ দেখে কে ? সে সোল্লাসে চীংকার করে তার মাকে ঢেকে এনে দৈত্যটকে দেখালে এবং একে একে দৈত্যপুরীর সব কথা তাকে বললে! জাকের মাত এসব কিছু জানতেন না ! তিনি সব কথা শুনে আশ্চর্য ছলেন এবং জ্যাক যে এমন বিপদের হাত থেকে বেঁচে এসেছে, সেজন্ত ঈশ্বরকে শত শত বঙ্গবাদ জানাতে লাগলেন। তার পর ? তারপর আর কি ! জ্যাক এবং তার মায়ের আর কোন ভয় রইল না। ཨ:༠༣། দৈত্য জ্যাবের পিছু পিছু ধাবিত হইল ধন-সম্পদ লাভ করে তার পরম সুখে-স্বচ্ছন্দে দিন কাটাতে লাগল। २१७५