পাতা:শিশু-ভারতী - সপ্তম খণ্ড.djvu/৩৯১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কোরআন তাহার পাধিৰ দেহ উত্তমরূপে ধৌত করিয়া আৰু কোবেছ পৰ্ব্বতের উপর দাফন করিলেন। মৃত্যুর সময় তাহার ৯৩০ বৎসর বয়স হইয়াছিল। পতি-বিয়োগ-বিধুরা বিবি ছাওয়াও ভবের খেলা সাঙ্গ করিয়া দুই বৎসর পরে স্নেহের পুত্তলি পুলগণকে শোকসাগরে ভাসাষ্টয়া পৃথিবীর সকল মায় মমতা এড়াইয় ফেরদৌছে (Perdouse) পতিপাশে গমন করিলেন । পুলগণ তাছার পথিল দেহ লোষ্টিতসাগরের তীরবর্তী জেদা নামক স্থানে যথারীতি দাফন করিলেন। আদিমাতা বিবি হাওয়ার পুণ্য নিরক্ষার্থ উছার বংশধরগণ এই স্থানকে জেদ নামে অভিহিত করিলেন। জেদা শব্দের অর্থ পিতামঃী বা মাতামঃী। ছজরও শিশ হজরত আদমের সস্তান-সন্ততিগণের মধ্যে ৫ জপং শিশ পিতার চায় অত্যন্ত পৰ্ম্মপরায়ণ এবং পিতার একান্ত সাধা ছিলেন। তিনি অধিকাং ময়ই শাল্লার উপাসনায নিমগ্ন থাকিতেন। পিতার উপদেশাত্নসারী অম্লান্ত ভ্রাতৃগণ শিশের উপদেশাতুযায়ী কাৰ্য্য কবিত এবং তাঙ্গার দ্যায়পরায়ণ তার জয় সকলে কুমিকা সম্পাদন করিয়া তাহার কিয়দংশ শিশকে দিত। অবশিষ্টাংশ দ্বার নিজের পরিলার পোষণ করি অসুস্থতা নিবন্ধন বা ব! অঙ্গ কোন কারণে কেই কোন সময় শস্তোৎপাদনে অক্ষম হইলে, অথবা দেশে অজন্ম হইলে २१8d F. Ꮞ--35 হজরং শিশ নিজের সেই অংশ ইষ্টতে অভাবগ্রস্তদের অভাল মোচন করিতেন। তাছার এই সৌজন্তে মুগ্ধ হইয়া অতঃপর সকলে শস্তোৎপাদন করিধ্য লতা শিশকে সম্পূর্ণ উপহার দিতেন। শিশ ঐগুলি আবগুক মত সকলের মধ্যে বণ্টন করিয়া দিতেন। এইভাবে তজরং শিশ বিমল পাতৃপ্রেমে কালতিপাত করিতে লাগিলেন। বিশ্বপ্রেমই আল্লার কাম্য। উছাই ইছলামের শিক্ষা। কিন্তু যে স্বার্থের বীজ অস্তরে একবার উপ্ত হইয়াছে তাঙ্ক। যে কালে বিশাল মঙ্গীকৃষ্ঠে পরিণত হইবে এবং মানব-মনের প্রতি স্তরে উহার ধ্বংসকারী শিকড় প্রবেশ করাইয়া তাহাকে জবাজীর্ণ করিয়া ফেলিবে তাছাতে তার আশ্চৰ্য্য কি ? সকলেই পরিশ্রম করে কিন্তু শিশ পিণ। শসেই তাহদের উপর কর্তৃত্ব কবেন । ইহা সকলের প্রাণে সহ্য হইবে কেন ? বিশেষত: গাছারা কম BBBB BBB SKKD DSDS KK KDK অত্যধিক পরিশ্রম করে তাহারাও তাই পাস এমন কি বিনাশ্রমেও কেই সমান ভাগ পায় । সুতরাং শিশের প্রাধাষ্ঠে ভ্রাতৃগণের মনে ঈর্ষার আগুন জলিয়া উঠিল। শস্তোৎপাদন করিয়া এখন আর সকলে শিশকে উপহাব দেয় না। এইরূপে পরম্পরের মধ্যে হিংসা-বিদ্বেসের ভাব দেখা দিল। হজরৎ শিশ মান সপ্তপদেশ দান করিয়া আল্লার আদেশবাণী শুন:ইতেন এবং স্বাৰ্থত্যাগ করিয়া সকলকে ভ্রাতৃভাবে বাস করিতে উদ্বুদ্ধ করিতে লাগিলেন।


--- Yk