পাতা:শিশু-ভারতী - সপ্তম খণ্ড.djvu/৪১৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

:

    • +++++++

भिक्षु-डाझडो পিটার প্যান কিন্তু এইরূপ একটা অন্যায় করিতে একেবারেই বলে নাই। ওয়েণ্ডিকে দেখা অবধি টিঙ্কার বেলের হিংসা ইয়াছিল ওয়েশুির উপর। তাই সে এই ক{গুটি করিয়া বসিল । যাহা হউক ওয়েণ্ডি আহত হইয়ালি মাত্র। সে সেই আঘাতের ফলে মারা গেল না। শীঘ্রই সে ভাল হইয়া উঠিল । তারপর একদিন সে তাছার ভাইয়েদের সঙ্গে করিয়া পিটার প্যান ও পরীরাজ্যের অন্তান্ত সব ছেলেদের সামনে প্রতিজ্ঞ সুখে স্বচ্ছন্দে আনন্দ-কলরবের মধ্য দিয়া তাহদের দিন যায়। একদিন হঠাৎ খবর আসিল যে, বনের মধ্যে এল দল ভীষণ জলদস্থ আসিয়া উপস্থিত ইয়াছে। এই দম্বাদলের নেতার নাম ছিল ক্যাপ্টেন জেম্স্ হুক। তাছার এমনি দুৰ্দ্দও প্রতাপ—আর সে ছিল এমনি কশাই, যে তাছার নাম শুনিলে ছোট ছোট ছেলেদের গায়ের রক্ত ভয়ে একেবারে জমিয়া যাইত। তাহার দলের দসু্যরাও তাছাকে ভয় করিত ধমের মত—আর, পবীরাজ্যের ছেলেদের তৈরী ওয়েশুির থাকিবার জন্য বনের মধ্যের বাড়ী করিল যে, সে সেখানে থাকিলে তাহদের মায়ের মতনই—ময়ের মত স্নেঃ-যত্ন ও ভালবাস সে সেই বালকগুলিকে দিতে চেষ্টা করিবে । পীরাজ্যের ছেলেরা ত খুব খুশী। তাহারা অতি যত্ন করিয়া ওয়েণ্ডির থাকিবার জন্য একটি কুর্টর তৈয়ারী করিয়া দিল। ওয়েণ্ডি আর তার ভাইয়েরা এবং পরীর জ্যের সব ছেলেরা এবং পরীরা পরম আনন্দে বাস কপিতে লাগিল । কিন্তু একমাত্র টিঙ্কার বেলের মনে এতটুকু শান্তি বা আনন্দ ছিল না। সে তাদের সকলের আনন্দে ছিংসার আগুনে একেপারে:জলিয়া পুড়িয়া যাইতে লাগিল। তাহার সামান্ত চোখের ইসরাতে তাহারা উঠিত বলিত। তাহার কালে কালো বড় বড় বাঁকড়া চুল দেখিলে পৌষ মাঘ মাসের শীতে কঁপিার মত ঠকঠক করিয়া ভয়ে কঁপুনি শাসিত, তাছার গায়ের রঙ্গ দেখিলে ভয়ে ফ্যাকাশে হইয়া যাইতে হইত, তাহার কাল কাল ভাটার মত চোখ জোড়া দেখিলে বুকের মধ্যে দুরুদুরু করিয়; উঠিত। এই ভকতি-সদারটি যখন ষ্টো: হে: করিয়া হাসিত তখন মনে হইত ধেন গুড়,ম গুড,য করিয়া কে বন্দুকের গুলি ছুড়িতেছে। সবচেয়ে অদ্ভুত ছিল সেই ডাকাত-সর্দারের কাটা ডান হাতখান । আর তাহার তো তলানি । কিভাবে তাহার

                • २११२

..-k