পাতা:শিশু-ভারতী - সপ্তম খণ্ড.djvu/৪৪৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

\--------- সিংহল প্রশস্ত রাজপথ, মুনীর সুন্দর বাড়ীখর, দোকান, ছোটেল, গির্জাঘর প্রভৃতি দেখিবার মত। এখানে একটি বিশ্ববিদ্যালয় আছে। বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংখ্যা আচুমানিক ৩০০ জন। কলম্বে হইতে সাতখানি ইংরাজী সংবাদপত্র এবং দুইখানি সিংহলী ভানায় লিখিত সংবাদপত্র প্রকাশিত হইয় থাকে। কলম্বোর যাদুধরে একটি অদ্ভুত মৃত কচ্ছপের দেহ রক্ষিত আছে। কথিত আছে এই কচ্ছপট নাকি २०० (६**ठ) १९ग११॥ऽिग्नश्लि ! ७३ १६५८द्र একটা বৃহদাকার প্রস্তর নির্মিত সিংহও রহিয়াছে। অষ্ট্রেলিয়া এবং বঙ্গোপসাগরের দিকে পূৰ্ব্ব এসিয়ার বাণিজ্যপথের উপর অবস্থিত। কলম্বো স্বাস্থ্যকর স্থান বলিয়া নানা দেশের লোক এখানে বায়ু পরিবর্তন করিতে আসেন। এইজষ্ঠ এখানে ইউরোপীয়দের অনেক দোক। হোটেল, সিনেমা প্রভৃতি পৰ্ত্তমান সভ্যতার অগুরুপ প্রতিষ্ঠান प्रहियItछ । জাফনা-সিংহলের এই সামুদ্রিক বনারটা পকৃ প্রণালীর উপরে অবস্থিত। ইহা উত্তর সিংহলের প্রধান বন্দর । জন সংখ্যা ৪২,৪৩৬ । সিংহলের একটি গুহ। মন্দির-গেলে বিহার কলম্বে ১৭ খৃষ্টাব্দে পর্তুগীজদের হাতে আসে। সে সময়ে পৰ্তুগীজেরা এই বন্দরের নাম #xèf*f? **t***It*łg ( Christopher Coluinbus ) নামাতুযায়ী কলম্বে রাখিয়াছিলেন। ১৬৫৬ খৃষ্টাঙ্গে ওলন্দাজের পর্তুগীজদের নিকট হইতে এই বন্দরট কাড়িয়া লয়, ১৭৯৬ খৃ: অঙ্গে ওলন্দাজদের হাত হইতে ইহা ইংরেজদের হাতে আসিয়াছে। এই বন্দর হইতে সিংহলের উৎপন্ন চা, রাবার, মারিকেল, কৃষ্ণসীগ, দারুচিনি, কোকো প্রভৃতি নানা দেশে রপ্তানী হইয়া থাকে। নানা দেশের বাণিজ্য-জাহাজগুলি কলম্বো বন্দর হইতে পাথুরিয়া কয়লা সংগ্ৰহ করিয়া লয়। ইহা ইউরোপ, - - - - কান্দী--এই সম্বরটা পাৰ্ব্বত্য অঞ্চলে অবস্থিত। সমুদ্রতট হইতে ইছার উচ্চতা ২০০০ ফিট । ইহা একটা কৃত্রিম হ্রদের তীরে অবস্থিত। কাণী পূৰ্ব্বে সিংহলের রাজধানী ছিল। সিংহলের প্রাচীন রাজধানী বলিয়া এই স্থানের বিশেষ প্রসিদ্ধি আছে। এখানকার প্রসিদ্ধ বৌদ্ধ মন্দিরটর নাম দালদা-মালিগাওয়া বা দস্তবিছার, ( Daladamalagoa) i astra ofastą HR coহইতেই বৌদ্ধগণ তীর্থ-যাত্র হিসাবে আসিয়া থাকেন। বৌদ্ধদের বিশ্বাস এই মণির মধ্যে বুদ্ধদেবের একটা দাত আছে। পৃথিবীর ইতিহাসে যে সমুদয় মহাপুরুষ জন্মগ্রহণ করিয়াছেন, তাছাদের ২৭৯৭