এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
পথহারা
ফুরোয় মা পথ, ভাবছি আমি
ফিরব কেমন করে!
সামনে দেখি কিসের ছায়া—
ডেকে বলি, ‘শেয়াল ভায়া,
মায়ের গাঁয়ের পথ তোরা কেউ
দেখিয়ে দে-না মোরে।’
কয় না কিছুই, চুপটি ক’রে
কেবল মাথা নাড়ে।
সিঙ্গিমামা কোথা থেকে
হঠাৎ কখন এসে ডেকে
কে জানে মা, হালুম ক’রে
পড়ল যে কার ঘাড়ে।
বল্ দেখি তুই কেমন ক’রে
ফিরে পেলেম মাকে।
কেউ জানে না কেমন ক’রে।
কানে কানে বলব তোরে?
যেমনি স্বপন ভেঙে গেল
সিঙ্গিমামার ডাকে।
১৫ আশ্বিন ১৩২৮
৪৫