পাতা:শিশু ভোলানাথ-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৬৫

এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।

অন্য মা

আমার মা না হয়ে তুমি
আর-কারো মা হলে
ভাবছ তোমায় চিনতেম না,
যেতেম না ওই কোলে?
মজা আরো হ’ত ভারি,
দুই জায়গায় থাকত বাড়ি—
আমি থাকতেম এই গাঁয়েতে,
তুমি পারের গাঁয়ে।
এইখানেতেই দিনের বেলা
যা-কিছু সব হ’ত খেলা,
দিন ফুরোলেই তোমার কাছে
পেরিয়ে যেতেম নায়ে
হঠাৎ এসে পিছন দিকে
আমি বলতেম, ‘বল্ দেখি কে!’
তুমি ভাবতে, ‘চেনার মতো,
চিনি নে তো তবু।’
তখন কোলে ঝাঁপিয়ে পড়ে
আমি বলতেম গলা ধরে,
‘আমায় তোমার চিনতে হবেই,
আমি তোমার অবু।’

৬১