এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
রাজমিস্ত্রি
বয়স আমার হবে তিরিশ,
দেখতে আমায় ছোটো—
আমি নই মা, তোমার শিরিশ,
আমি হচ্ছি নোটো।
আমি যে রোজ সকাল হলে
যাই শহরের দিকে চলে
তমিজ মিঞার গোরুর গাড়ি চ’ড়ে।
সকাল থেকে সারা দুপর
ইট সাজিয়ে ইটের উপর
খেয়াল-মতো দেয়াল তুলি গ’ড়ে।
ভাবছ তুমি, নিয়ে ঢেলা
ঘর-গড়া সে আমার খেলা—
কক্খনো না, সত্যিকার সে কোঠা।
ছোটো বাড়ি নয় তো মোটে,
তিন তলা পর্যন্ত ওঠে,
থামগুলো তার এম্নি মোটা মোটা।
কিন্তু যদি শুধাও আমায়,
ওইখানেতেই কেন থামায়,
দোষ কি ছিল যাট-সত্তর তলা—
৬৭