পাতা:শিশু ভোলানাথ-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৮৫

এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
বাণীবিনিময়



হঠাৎ কখন বৃষ্টি তোমার
হাওয়ার পাছে পাছে
নামত আমার পাতায় পাতায়
টাপুর টুপুর নাচে—
সেই হ’ত তোর কাঁদন-সুরে
রামায়ণের পড়া,
সেই হ’ত তোর গুন্‌গুনিয়ে
শ্রাবণ-দিনের ছড়া।
মা, তুই হতিস নীলবরনী,
আমি সবুজ কাঁচা;
তোর হ’ত, মা, আলোর হাসি—
আমার পাতার নাচা।
তোর হ’ত, মা, উপর থেকে
নয়ন মেলে চাওয়া,
আমার হ’ত আঁকুবাঁকু
হাত তুলে গান গাওয়া।
তোর হ’ত, মা, চিরকালের
তারার মণিমালা,
আমার হ’ত দিনে দিনে
ফুল ফোটাবার পালা।

৮১