ఏఏ শেষ প্রশ্ন মধ্যে দেবতার দ্যায় ভক্তিশ্রদ্ধা করে । তথাপি কহিল, আপনাদের উভয়ের এমন বিপরীত প্রকৃতি মিলুতো”কি কোরে ? কমল বলিল, তা জানিনে। আমার ইচ্ছের বক্সাই শুধু বোল্লাম । মণির মত আমিও যদি তার মেয়ে হয়ে জন্মাতাম ! এই বলিয়া সে ক্ষণকাল নিস্তব্ধ থাকিয়া কহিল, আমার নিজের ব্লাবাও বড় কম লোক ছিলেননা । তিনিও এমূনি ধীর, এমনি শান্ত মানুষটি ছিলেন। } “ е কমল দাসত্ব কন্যা, ছোট জাতের মেয়ে, সকলের কাছে অজিত এই কথাই শুনিয়াছিল। এখন কমলের নিজের মুখে তাহাঁর পিতার গুণের উল্লেখে তাহার রহস্ত জানিবার আকাক্ষা প্রবল হইয়া উঠিল। জিজ্ঞাসাবাদের দ্বারা পাছে তাহার ব্যথার স্থানে অতর্কিতে আঘাত করে এই ভয়ে প্রশ্ন করিতে পারিলনা । কিন্তু মনটি তন্ত্রর ভিতরে ভিতরে স্নেহে ও করুণায় পূর্ণ হইয়া উঠিল। খাওয়া শেষ হইল। কিন্তু তাহাকে উঠতে বলায় অজিত অস্বীকার করিয়া বলিল, আগে আপনার খাওয়া শেষ হোক । তার পরে । কেন কষ্ট পাবেন অজিতবাবু, উঠুন। বরঞ্চ মুখ ধুয়ে এসে বসুন, আমি খাচ্চি ।
- না, সে হবেনা। আপনি না খেলে আমি আসন ছেড়ে একপ্যও উঠবোনা।
বেশ মানুষ ত। এই বলিয়া কমল ফুসিয়া আহাৰ্য্য-দ্রষ্টব্যর ঢাক) খুলিয়া আহারে প্রবৃত্ত হইল। কমল লেশমাত্র অত্যুক্তি করে নাই। চাল-ডাল ও আর্ক্স-সিদ্ধই বটে। শুকাইয়া প্রায় বিবর্ণ হইয়া উঠিয়াছে। অন্যান্ত দিন সে কি খায়, নাখায়, সে জানেনা। কিন্তু আজ এত প্রকার