পাতা:শেষ প্রশ্ন.djvu/১১৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শেষ প্রশ্ন У У о র্তাহার চেয়ারের পিছন দিকে বসিয়া কমল ছাদের দিকে চোখ তুলিয়া অশ্রু নিরোধের চেষ্টা কুরিতে লাগিল, উত্তর দিতে পারিলন । এই দু’জনের কোথাও মিল নাই ; শুধু অনাত্মীয়-অপরিচয়ের সুদূর ব্যবধানই নয়, শিক্ষা, সংস্কার, রীতি-নীতি, সংসার ও সামাজিক ব্যবস্থায় উভয়ের কত্ব বড়ই না প্রভেদ ! কোন সম্বন্ধই যেখানে নাই, সেখানে শুধু কেবল একটা সম্বোধনের ছল করিয়া এই বাধিয়া রাখিার কৌশলে কমলের চোখে বহুকাল পরে জল আসিয়া পড়িল । আশুবাবু জিজ্ঞাসা করিলেন, কেমন মা, পারবে তো বলুতে ? কমল উচ্ছসিত অশ্রু সামলাইয়া লইয়া শুধু কহিল না। না ? না কেন ? কমল এ প্রশ্নের উত্তর দিলনা, অন্য কথা পাড়িল । কহিল, অজিতবাবু কোথায় ? আশুবাবু ক্ষণকাল চুপ করিয়া থাকিয়া বলিলেন, কি জানি, হয়ত বাড়ীতেই আছে! পুনরায় কিছুক্ষণ মৌন থাকিরা ধীরে ধীরে বলিতে লাগিলেন, ক’দিন থেকে আমার কাছে বড় একটা সে আসেন । হয়ত সে এখান থেকে শীঘ্রই চলে যাবে। কোথায় যাবেন ? আশুবাবু হাসিবার প্রয়াস করিয়া কহিলেন, বুড়োমানুষকে সবাই কি সব কথা বলে মা ? বলে না । হয়ত প্রয়োজনও বোধ করেন । একটুখানি থামিয়া কহিলেন, শুনেচে বোধহয় মণির সঙ্গে তার বিবাহের সম্বন্ধ অনেকদিন্ত্র থেকেই স্থির ছিল, হঠাৎ মনে হচ্চে যেন ওরা কি নিয়ে এ কটা ঝগড়া করেছে। কেউ কারো সঙ্গে ভাল করে কথাই কয়না । কমল নীরব হইয়া রহিল, আগুবাবু একটা নিঃশ্বাস ফেলিয়া বলিলেন,