পাতা:শেষ প্রশ্ন.djvu/১১৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

> S > শেষ প্রশ্ন জগদীশ্বর মালিক, তার ইচ্ছে । একজন গান-বাজনা নিয়ে মেতে উঠেচে, আর একজন তার পুরোনো অভ্যাস সুদে-আসলে বালিয়ে তোলবার জোগাড় করচে। এই তো ੱਚ | কমল আর চুপ করিয়া থাকিতে পারিলন, কৌতুহলী হইয়া প্রশ্ন করিল, কি তার পুরোনো অভ্যাস ? Q আগুবাৰু বলিলেন, সে অনেক। ও গেরুয়া পরে সন্ন্যাসী হয়েছে, মণিকে ভাল বেসেছে, দেশূের কাজে হাজতে গেছে বিলেত গিয়ে ইঞ্জিনিয়ার হয়েছে, ফিরে এসে সংসারী হবার ইচ্ছে,—কিন্তু, সম্প্রতি বোধহয় সেটা একটু বদলেছে। আগে মাছ-মাংস খেক্তোনা, তারপরে খাচ্ছিলো, আবার দখচি পরশু থেকে বন্ধ করেছে। যদু বলে বাবু ঘণ্টাখানেক ধ’রে ঘরে বোসে নাক টিপে নাকি যোগাভ্যাস করেন। যোগাভ্যাস করেন ? ই। চাকরটাই বলুছিল ফেরবার পথে কাশীতে নাকি সমুদ্রযাত্রার জন্যে প্রায়শ্চিত্ত করে যাবে।• কমল অত্যন্ত আশ্চৰ্য্য হইয়া কহিল, সমুদ্ৰ-যাত্রার জন্তে প্রায়শ্চিত্ত করবেন ? অজিতবাবু ? আগুবাবু ঘাড় নাড়িয়া বলিলেন, পারে ও । ওরু হ’ল সৰ্ব্বতোমুখী প্রতিভা । কুমল হাসিয়া ফেলিল। কি একটা বলিতে যাইতেছিল, এমন সময়ে দ্বারপ্রান্তে মানুষের ছায়া পড়িল । এবং, যে ভূত্য এত বিভিন্ন প্রকারের সংবাদ মনিবকে সরবরাহ কুরিয়াছে সেই আসিয়া সশরীরে দণ্ডায়মানু হইল। এবং সৰ্ব্বাপেক্ষা কঠিন সংখ্যক্ষ এই দিল যে,-অবিনাশ, অক্ষয়, হরেন্দ্র, অজিত প্রভৃতি বাবুদের দল আসিয়া পড়িলেন বলিয়া । শুনিয়া শুধু কমল নয়, বন্ধুবর্গের অত্যাগমে উচ্ছসিত উল্লাসে অভ্যর্থনা