পাতা:শেষ প্রশ্ন.djvu/১২৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

S&e শেষ প্রশ্ন গাড়ী আসিয়া বাসায় পৌঁছিল। নীচের বারান্দায় একজন অপরিচিত ভদ্রলোক বসিয়া ছিল । বোম্বাই-ওয়ালার মত তাহার পোষাক, কাছে আসিয়া আণ্ডবাবুকে ইংরদুতে অভিবাদন করিল। কি ? * জবাবে সে একটুকরা কাগজ তাহার হাতে দিয়া কহিল, চিঠি। চিঠিখানি তিনি অজিতের হাতে দিলেন। অজিত মোটরের ল্যাম্পের আলোকে পড়িয়া দেখিয় কটুল, চিঠি কমলের। কমলের ? কি লিখেচে কমল ? লিখেচেন, পত্রবাহকের মুখেই সমস্ত জানতে পারবেৰ । আণ্ডবাবু জিজ্ঞাসু মুখে তাহার প্রতি চাহিতেই সে কহিল, এ পত্র আর কাহারো হাতে পড়ে তার ইচ্ছা ছিল না। আপনি তার আত্মীয়,— আমি কিছু টাকা পাই— কথাটা শেষ হইতে পাইল না, আওবাবু সহসা অত্যন্ত ক্রুদ্ধ হইয় উঠিলেন, বলিলেন, আমি তার আত্মীয় নই, বস্তুতঃ, সে আমার কেউ নয় । তার হয়ে আমি টাকা দিতে যাবো কিসের জন্যে ? গাড়ীর উপর হইতে অক্ষয় কহিল, just like her কথাটা সকলেরই কানে গেল । পত্রবাহক ভদ্রলোক অপ্রতিভ হইয়া কহিল, টাকা আপনাকে দিতে হবে না, তিনিই দেবেন। আপনি শুধুrকিছুদিনের জন্যে জামিন হলে— আগুবাবুর রাগ চড়িয়া গেল । বলিলেন, জামিন হওয়ার গরজ আমার নয়। তার স্বামী আছে,ধারের কথা তাকে জানাবুেন। ভদ্রলোক অতিশয় বিস্মিত হইল ; বলিল, তার স্বামীর কথা তো শুনিনি । খোজ করলেই শুনতে পাবেন। Good night. এসো অজিত,