পাতা:শেষ প্রশ্ন.djvu/১৩৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

S එම් শেষ প্রশ্ন আগুবাবুদের কাহাকেও বলা হয় নাই। মালিনীকে খবর পাঠানো হইয়াছিল, কিন্তু হঠাৎ অসুস্থ হইয়া পড়ায় তিনি আসিলেননা। ঠিক সময়ে আসিল কমল। যান-বাহনে নয়, একাকী পায়ে স্থাটিয়া আসিয়া উপস্থিত হইল। গৃহকত্রী তাহাকে আদর করিয়া গ্রহণ করিল। অবিনাশ সুমুখে দাড়াইয়া ছিলেন, কমলকে তিনি অনেকদিন দেখেন নাই, আজ তাহাঁর চেহারা ও জামা-কাপড়ের প্রতি চাহিয়া আশ্চর্য হইলেন। দৈন্তের ছাপ তাহাতে অত্যন্তু স্পষ্ট করিয়া পড়িয়াছে। বিস্ময় প্রকাশ করিয়া প্রশ্ন করিলেন, রাত্রে একাকী হেঁটে এলে যে কমল ? কমল বলিল, কারণ খুবই সাধারণ অবিনাশবাৰু, বোঝা একটুও শক্ত নয় । অবিনাশ অপ্রতিভ হইলেন, এবং তাহাই গোপন করিতে তাড়াতাড়ি বলিয়া উঠিলেন না না, কি যে তুমি বল। কাজটা ভালো হয়নি কিন্তু— ছোটগিনী, ইনিই কমল। আর একটা নাম শিবাণী। একে দেখবার জন্যেই এতো ব্যস্ত হয়ে উঠেছিলে ? এসো, বাড়ীর ভেতরে গিয়ে বসবে চ’লো । যোগাড় বোধহয় তোমার সমস্ত হয়ে গেছে ? তাহলে অনর্থক দেরি করে লাভ হবেনা,—ঠিক সময়ে আবার ওঁর বাসায় ফিরে যাওয়া চাই তো ! I এ সকল উপদেশ ও জিজ্ঞাসাবাদের অনেকটাই বাহুল্য। উত্তরের আৱশ্যকও হয়না, প্রত্যাশাও থাকেনা ৷ { } হরেন্দ্র আসিয়া কমলকে নমস্কার করিল। কহিল, অতিথিকে অভ্যর্থনা করে নেবার সময়ে ছুটুতে পারিনি, বৌদি, ক্রটি হয়ে গেছে। অক্ষয় এসেছিলেন তাকে যথোচিত মিষ্টবাক্যে পরিতুষ্ট করে বিদায় দিতে বিলম্ব হ’ল । এই বলিয়া সে হাসিতে লাগিল । இ. ভিতরে আসিয়া কমল আহাৰ্য্য দ্রব্যের প্রাচুর্য্য দেখিয়া মুহূৰ্ত্তকাল