S8 S) শেষ প্রশ্ন হরেন্দ্ৰ কহিল, তার পরে ? কমল বলিল, পরের খবর জানিনে, হরেন বাবু, লক্ষ্মীর সার্থকতার শেষ দেখে আসতে পারিনি, আগেই চক্ষে আসতে হয়েছিল ;–কিন্তু ঐ যে আমার গাড়ী এসে দাড়ালো। চলুন, পথে যেতে যেতে বোল্ব ! নমস্কার। এই বলিয়া সে একমুহূর্তে উঠিয়া দাড়াইল। " নীলিমা নিঃশব্দে নমস্কার করিয়া দাড়াইয়া রহিল, তাহার দুই চক্ষের তারকা যেন অঙ্গারের মত জলিতে লাগিল । ー。こ。 “আশ্রম’ শব্দটা কমলের সম্মুখে হরেন্দ্রর মুখ দিয়া হঠাৎ বাহির হইয়া গিয়াছিল। শুনিয়া অবিনাশ যে ঠাট্টা করিয়াছিলেন সে অন্যায় হয় নাই। জনকয়েক দরিদ্র ছাত্র ওখানে থাকিয়া বিনা খরচায় স্কুলে পড়া-শুনা করিতে পায় ইহাই লোকে জানে। বস্তুতঃ, নিজের এই বাসস্থানটাকে বাহিরের লোকের কাছে অতবড় একটা গৌরবের পদবীতে তুলিয়া ধরার সঙ্কল্প হরেন্দ্রর ছিলনা। ও নিতান্তই একটা সাধারণ ব্যাপার এবং প্রথমে আরস্তও হইয়াছিল সামান্য ভাবে । কিন্তু এ সকল জিনিসের স্বভাবই এই যে, দাতার দুৰ্ব্বলতায় একবার জন্মগ্রহণ করিলে আর ইহাদের গতির বিরাম থাকেনা। কঠিন আগাছার ন্যায় মৃত্তিকার সমস্ত রস নিঃশেষে আকর্ষণ করিয়া ডালে-মূলে ব্যাপ্ত হইয়া পড়িতে ইহাদের বিলম্ব হয়না । হইলও তাই। এই বিবরণটাই প্রকাশ করিয়া বলি ।
পাতা:শেষ প্রশ্ন.djvu/১৪৭
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।