পাতা:শেষ প্রশ্ন.djvu/১৫০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শেষ প্রশ্ন 〉8や今 এই গৃহে, এই আব-হাওয়ার মাঝখানেই হরেন্দ্রর সপ্তাহ দুই কাটিয়া গেল। হঠাৎ একদিন সে আলাদা বাসা ভাড়া করিয়াছে শুনিয়া নীলিমা ক্ষুণ্ণ হইয়া কহিল, এতো তাড়াতাড়ি করতে গেলে কেন ঠাকুরপো, এখানে কি এমন তোমার আটকাচ্ছিলো ? হরেন্দ্র সলজে কহিল, একদিন তো যেতেই হোতে বৌদি। নীলিমা জবাব দিল, তা হয়ত হোতো। কিন্তু দেশ-সেবার নেশার ঘোর তোমার এখনো চোখ থেকে কটেনি ঠাকুরপো, আরও দিন কতক না হয় বৌদির হেফাজতেই থাকৃতে । হরেন্দ্র বলিল, তাই থাকৃবো বৌদি। এই তো মিনিট দশেকের পথ,—আপনার দৃষ্টি এড়িয়ে যাবো কোথায় ? অবিনাশ ঘরের মধ্যে বসিয়া কাজ করিতেছিলেন ; সেইখান হইতেই কহিলেন, যাবে জাহান্নমে। অনেক বারণ করেছিলাম, হরেন, যাস্নে আর কোথাও, এখানেই থাকৃ! কিন্তু সে কি হয় ? ইক্ষুত বড়ো, না দাদার কথা বড়ো ! যাও নতুন আডডায় গিয়ে দরিদ্র-নারায়ণের সেবা চড়াও গে । ছোট গিল্পী, ওকে বলা বৃথা । ও হোলো চড়কের সন্ন্যাসী, পিট ফুড়ে ঘুরতে না পেলে ওদের বাচাই মিথ্যে। নূতন বাসায় আসিয়া হরেন্দ্র চাকর, বামুন রাখিয়া অতিশয় শান্ত-শিষ্ট নিরীহ মাষ্টারের ন্যায় কলেজের কাজে মন দিল । প্রকাও বাড়ীতে অনেক ঘর। গোটা দুই ঘর ছাড়া বাকি সমস্তই পড়িয়া রহিল। মাসখানেক পরেই এই শূন্ত ঘরগুলা তাহাকে পীড়া দিতে লাগিল। ভাড়া দিক্ষত হয়, অথচ, কাজে লাগেনা। অতএব পত্র গেল রাজেনের কাছে। সে ছিল তাহার দুর্ভিক্ষ-নিবারণী সমিতির সেক্রেটারি। দেশোদ্ধারের আগ্রহাতিশয্যে বছর দুই অন্তরীণ থাকিয় মাস পাঁচ ছয় ছাড়া পাইয়া সাবেক বন্ধুবান্ধবগণের সন্ধানে ফিরিতেছিল।