পাতা:শেষ প্রশ্ন.djvu/১৬২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শেষ প্রশ্ন Σ &b সতীশ পাশে দাড়াইয়াছিল, বুঝাইয়া বলিল, আমাদের আশ্রমে একটার বেশি হবার নিয়ম নেই। হরেন হাসিয়া কহিল, হবার যে নেই বৌদি, হবে কোথা থেকে ? ভায়া এই ভাবেই পরের কাছে আশ্রমের গৌরব রক্ষা করেন। নীলিমা জিজ্ঞাসা করিল, দাসী চাকরও নেই বুঝি ? হরেন্দ্ৰ কহিল, না । তাদের আনলে আলুর-দমকে বিদায় দিতে হবে । ছেলেরা সেটা পছন্দ করবেন । 해 নীলিমা আর প্রশ্ন করিলন, ছেলে দু'টির মুখের পানে চাহিয়া তাহার দুই চক্ষু ছল ছল করিতে লাগিল। কহিল, ঠাকুরপো, আর কোথাও চল । সকলেই একথার অর্থ বুঝিল । হরেন্দ্র মনে মনে পুলকিত হইয়। কহিল, চলুন। কিন্তু আমি নিশ্চয় জানতাম বৌদি, এ আপনি সইতে পারবেননা । এই বলিয়া সে কমলের প্রতি চাহিয়া বলিল, কিন্তু আপনি নিজেই এতে অভ্যস্ত, শুধু আপনিই বুঝবেন এর সার্থকতা ! তাই সেদিন আমার এই ব্রহ্মচৰ্য্যাশ্রমে আপনাকে সসন্ত্রমে আমন্ত্রণ করেছিলাম । হরেন্দ্রর গভীর ও গম্ভীর মুখের প্রতি চাহিয়া কমল হাসিয়া ফেলিয়া বলিল, আমার নিজের কথা আলাদা, কিন্তু এই সব শিশুদের নিয়ে প্রচণ্ড আড়ম্বরে এই নিস্ফল দারিদ্র্য চর্চার নাম কি মানুষ গড়া হরেনবাবু? একুইবুকি সব ব্রহ্মচারী ? এদের মানুষ করতে চান তো সাধারণ সহজ পথ দিয়ে করুন,—মিধ্যে দুঃখের-বোঝা মাথায় চাপিয়ে অসময়ে কুঁজে কোরে দেবেননা। তাহার বাক্যের কঠোরতায় হরেন্দ্র বিব্রত হইয়া উঠিল, অবিনাশ বলিলেন, কমলকে ডেকুে আনা তোমার ঠিক হয়নি হরেন।