পাতা:শেষ প্রশ্ন.djvu/১৭৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শেষ প্রশ্ন Տ ԳՏ শুধুই বাহবা ? তার বেশি নয় ? শিক্ষিত ভদ্র মন ব’লে কি কখনো কিছু দেখোনি ? যদি দেখেও থাকি, সে আলোচনা আর একদিন কোরব যদি সময় আসে। আজ নয়। এই বলিয়া সে একমুহূৰ্ত্ত মৌন থাকিয়া বলিল, আপনার তর্কের উত্তরে আর কেউ হলে বিদ্রুপ কোরে বোলুত যে কমলকে আত্মসাৎ করবার চেষ্টায় তো ভদ্র মনের সঙ্কোচে বাধেনি ? আমি কিন্তু তা বলতে পারবো না, কারণ, কমল কারও সম্পত্তি নয়। সে কেবল তার নিজেরই আর কারও নয় । কোনদিন বোধ করি হতেও পারো না ? এ তো ভবিষ্যতের কথা অজিতবাবু,—আজ কি কোরে এর জবাব দেবো ? জবাব রোধ হয় মোনদিনই দিতে পারবেন । মনে হয়, এই জন্যেই শিবনাথের এতবড় নিৰ্ম্মমতাও তোমাকে বাজেনি। অত্যন্ত সহজেই সে তুমি ঝেড়ে ফেলে দিয়েচে । এই বলিয়া সে নিশ্বাস ফেলিল । মোটরের আলোকে দেখা গেল কয়েকখানা গরুর গাড়ী । পাশেই বোধ হয় গ্রাম, কৃষকেরা যেমন-তেমন ভাবে গাড়ীগুলা রাস্তায় ফেলিয়া গরু লইয়া ঘরে গিয়াছে। অজিত সাবধানে এই স্থানটা পার হইয়া কহিল, কমল, তোমাকে বোঝা শক্ত । কমল হাসিয়া কহিল, শক্ত কিসে ? ঠিক তো বুঝেছিলেন পথ ভুললেই আমাকে ভুলিয়ে নিয়ে যাওয়া যায়। হয়ত, সে বোঝা আমার ভুল। ধ কমল পুনশ্চ হাসিয়া কহিল, পথ ভোলা ভুল, আমাকে ভোলাবার চেষ্টা ভুল, আকার নিজেরও ভুল ? এত ভুলের বোঝা আপনার সংশোধন হবে কবে ? অজিতবাবু, নিজেকে একটুখানি শ্রদ্ধা করতে