পাতা:শেষ প্রশ্ন.djvu/১৮৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শেষ প্রশ্ন ՖԵ-8 চিকিৎসা করাবার শক্তি নেই আমার ; আমি প্রাণপণে শুধু সেবা করতেই পারি, তার বেশি পারি নে। আশুবাবু কৃতজ্ঞতায় পরিপূর্ণ হইয়া কহিলেন, কমল, কেন জানিনে, কিন্তু এম্নি উত্তরই ঠিক তোমার কাছে আশা করেছিলাম। পাষণ্ডের জবাব দিতে গিয়ে যে তুমি নিজে পাষাণ হতে পারবে না এ আমি জানতাম । তোমার জিনিস তুমি ঘরে নিয়ে যাও, চিকিৎসার খরচের জন্তে ভয় কোরোনা, সে ভার আমি নিলাম। : কমল কহিল, কিন্তু এই ব্যাপারে একটা কথা সকলের আগে পরিষ্কার হওয়া দরকার । இ. আশুবাবু তাড়াতাড়ি কহিয়া উঠিলেন, তোমার বল্বার দরকার নেই কমল, সে অামি জানি। একদিন সমস্ত আবর্জনা দূর হয়ে যাবে। তোমাব কোন চিন্তা নেই, আমি বেঁচে থাকৃতে এতবড় অন্যায়অত্যাচার তোমার ওপরে ঘটতে দেবনা । কমল তাহার মুখের প্রতি চাহিয়া স্থির হইয়া রহিল, কথা কহিলনা । কি ভাব চো কমল ? ভাব ছিলাম আপনাকে বলার প্রয়োজন আছে কি না । কিন্তু মনে হচ্চে প্রয়োজন আছে, নইলে, পরিষ্কার কিছুই হবেনা, বরঞ্চ ময়ল বেড়ে যাবে! আপনার টাকা আছে, হৃদয় আছে, পরের জন্যে খরচ করা আপনার কঠিন নয়, কিন্তু আমাকে দয়া করবেন এ ভুল যদি আপনার থাকে সেটা দূর হওয়া ছাইশ কোন ছলেই আপনার ভিক্ষে অামি গ্রহণ কোরবন । আগুবাবুর সেই সেলাইয়ের কলের ব্যাপারটা মনে পাড়ল, ব্যথিত হইয়া কহিলেন, ভুল যদি একটা করেই থাকি কমল, তার কি ক্ষমা নেই ?