শেষ প্রশ্ন SS c সত্যি, কিন্তু তাতে ভালোই যে হবে তার প্রমাণ কি আপ্তবাবু ? কই, সে তো বলেননি ? বলিনি কি রকম ? না, বলেননি। যা বলছিলেন তা সংস্কার-বিরোধী পুরাতনের অন্ধ স্তাবক মাত্রেই ঠিক এম্নি কোরে বলে। লুপ্ত বস্তুর পুনরুদ্ধার মাত্রই যে ভালো তার প্রমাণ নেই। মোহের ঘোরে মন্দ বস্তুরও পুনঃপ্রতিষ্ঠা সংসারে ঘটতে দেখা যায়। আশুবাবু উত্তর খুজিয়া পাইলেননা, কিন্তু অজিত কহিল, মন্দকে উদ্ধার করবার জন্যে কেউ শক্তি ক্ষয় করেন । কমল কহিল, করে। মন্দ বলে নয়, পুরাতন মাত্রকেই স্বতঃসিদ্ধ ভালো মনে কোরে করে । একটা কথা আপনাকে প্রথমেই বলুতে চেয়েছিলাম আগুবায়ু, কিন্তু আপনি কান দেননি। লৌকিক আচারঅনুষ্ঠানই হোক্ বা পারলৌকিক ধৰ্ম্ম-কৰ্ম্মই হোকৃ, কেবলমাত্র দেশের বলেই আঁকড়ে থাকায় স্বদেশ-প্রীতির বাহোবা পাওয়া যায়, কিন্তু স্বদেশের কল্যাণের দেবতাকে খুসি করা যায়না । তিনি ক্ষুন্ন হন। আশুবাবু অবাক হইয়া শুধু কহিলেন, তুমি বলো কি কমল ? দেশের ধৰ্ম্ম, দেশের আচার অনুষ্ঠান ত্যাগ করে বাইরে থেকে ভিক্ষে নিতে থাকলে নিজের বলতে আর বাকি থাকৃবে কি ? জগতে মানুষ বলে দাবী জানাতে যাবো কোন পরিচয়ে ? কমল কহিল, দাবী আপনি এসে ঘরে পৌঁছবে পরিচয়ের প্রয়োজন হবেনা। .বিশ্ব জগৎ বিনা পরিচয়েই চিনতে পারবে। ". আগুবাবু ব্যাকুল হইয়া কহিলেন, তোমাকে তো বুঝতে পারলামনা কমল । বোঝধার কথাও নয় আগুবাবু। এমৃনিই হয়। এই চলমান
পাতা:শেষ প্রশ্ন.djvu/১৯৪
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।